চমকের পর চমক, স্প্যানিশ মিডফিল্ডার এডুয়ার্ডো মার্টিনেজকে দলে নিল গোকুলাম কেরালা

শেষ সিজনের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর গোকুলাম কেরালা এফসি। এক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গ্রীষ্মকালীন ট্রান্সফার…

Eduardo Martínez Escobedo

শেষ সিজনের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর গোকুলাম কেরালা এফসি। এক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। সেইমতো থোকচোম মালেমঙ্গাম্বা সিং থেকে শুরু করে গুরসিমরত গিল, জাংজিগান কুকির মতো ফুটবলারদের দলে সই করিয়েছে দক্ষিণের আইলিগ জয়ীরা। তাঁদের নিয়ে এবার নতুন করে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে ম্যানেজমেন্ট।

তবে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়। বিদেশি নির্বাচনে ও যথেষ্ট চমক দিচ্ছে দুইবারের আইলিগ জয়ীরা। দিনকয়েক আগেই রক্ষণভাগ মজবুত করতে মাতিয়াস হার্নান্দেজের মতো দাপুটে স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টেনেছে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। পাশাপাশি ইউরোপের ও বিভিন্ন ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশি তারকার। ভারতীয় ফুটবল সার্কিটে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারবেন সেদিকেই নজর থাকবে সকলের।

   

Eduardo Martinez

কিন্তু সেখানেই শেষ নয়। এবার কিছু ঘন্টার ব্যবধানে আরও এক স্প্যানিশ ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করে দিল আইলিগের এই ফুটবল ক্লাব। তিনি এডুয়ার্ডো মার্টিনেজ। ভারতের এই দলে যোগদান করার পূর্বে ইতালির ফুটবল দল কানোসার সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাব্বিশের এই সেন্ট্রাল মিডফিল্ডার। এছাড়াও লান্সিয়ানোর হয়ে ও একটা সময় দাপিয়ে খেলেছিলেন এই ফুটবলার। একটা সময় রেসিংয়ের অনূর্ধ্ব উনিশ দল থেকে পেশাদার ফুটবলে আগমন ঘটেছিল মার্টিনেজের। পরবর্তীতে আতলেতিকো লেভান্তে থেকে শুরু করে লারেডোর হয়ে ও খেলেছিলেন মাঝমাঠের এই ফুটবলার।

বলতে গেলে ইউরোপের বিরাট অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের জন্য ভারতে আসছেন এই স্প্যানিশ। আসন্ন আইলিগে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।

🔥 নতুন সাইনিং: এডুয়ার্ডো মার্টিনেজ

  • বয়স: ২৬ বছর
  • পজিশন: Central Midfielder
  • পূর্ববর্তী ক্লাব: ইতালির Canosa Calcio
  • অভিজ্ঞতা: Racing U19, Atletico Levante, Laredo, Virtus Lanciano

❓ FAQs

Q1. Gokulam Kerala new signing 2025-এ কার নাম সবচেয়ে আলোচিত?
👉 স্প্যানিশ মিডফিল্ডার Eduardo Martinez।

Advertisements

Q2. Eduardo Martinez কোন কোন দলে খেলেছেন?
👉 Racing U19, Atletico Levante, Laredo, Virtus Lanciano, Canosa।

Q3. মাতিয়াস হার্নান্দেজ কে?
👉 Gokulam Kerala-র নতুন স্প্যানিশ সেন্টার ব্যাক, আগে Brunei DPMM FC-তে খেলেছেন।

Q4. গোকুলাম কেরালার আসন্ন আই-লিগ লক্ষ্য কী?
👉 আক্রমণ ও রক্ষণভাগ মজবুত করে আবারও I-League ট্রফি জেতা।


🔑 Eduardo Martinez footballer, Spanish footballer joins I-League, Gokulam Kerala transfer news

🔗References  Transfermarkt – Eduardo Martinez Profile

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News