স্পেনের এই ফরোয়ার্ডকে টানল গোকুলাম কেরালা এফসি

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই সিজনের জন্য যথেষ্ট পরিকল্পনা নিয়ে দল গঠনের কাজ করছে গোকুলাম কেরালা। আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য,…

Gokulam Kerala signs Juan Carlos Rico

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই সিজনের জন্য যথেষ্ট পরিকল্পনা নিয়ে দল গঠনের কাজ করছে গোকুলাম কেরালা। আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। সেইমতো থোকচোম মালেমঙ্গাম্বা সিং থেকে শুরু করে গুরসিমরত গিল, জাংজিগান কুকি ও কিনশির মতো ফুটবলারদের দলে যোগদানের কথা জানিয়ে দিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা। তাঁদের নিয়ে এবার নতুন করে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে সমর্থকরা।

Advertisements

কিন্তু শুধুমাত্র দেশীয় ফুটবলার নয়। বিদেশি নির্বাচনে ও যথেষ্ট চমক দিচ্ছে আইলিগের এই ফুটবল ক্লাব। কিছুদিন আগেই রক্ষণভাগ মজবুত করতে মাতিয়াস হার্নান্দেজের মতো দাপুটে স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টেনেছে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। পাশাপাশি ইউরোপের ও বিভিন্ন ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশি তারকার। কিন্তু তিনি একানন। সেই ঘোষণার কিছু ঘন্টার ব্যবধানে আরও এক বিদেশির যোগদানের কথা জানায় গোকুলাম।

   

তিনি‌ এডুয়ার্ডো মার্টিনেজ। ভারতের এই দলে যোগদান করার পূর্বে ইতালির ফুটবল দল কানোসার সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাব্বিশের এই সেন্ট্রাল মিডফিল্ডার। এছাড়াও লান্সিয়ানোর হয়ে ও একটা সময় দাপিয়ে খেলেছিলেন এই ফুটবলার। একটা সময় রেসিংয়ের অনূর্ধ্ব উনিশ দল থেকে পেশাদার ফুটবলে আগমন ঘটেছিল মার্টিনেজের। পরবর্তীতে আতলেতিকো লেভান্তে থেকে শুরু করে লারেডোর হয়ে ও খেলেছিলেন মাঝমাঠের এই তারকা‌। এই ফুটবলারের দিকে ও বিশেষ নজর থাকবে প্রত্যেকের। এসবের মাঝেই হেয় স্প্যানিশ চমক। বলতে গেলে এবার মূলত স্পেনের ফুটবলারদের সামনে রেখেই সাফল্য পেতে চাইছে এই ক্লাব।

এবার এক ফরোয়ার্ডকে যোগদান করাল গোকুলাম কেরালা এফসি। তিনি হুয়ান কার্লোস রিকো। ইউরোপের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার ভারতে আসছেন এই স্ট্রাইকার। নিজেকে কতটা কাপ খাইয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।


❓ FAQs

Q1. গোকুলাম কেরালা কোন স্প্যানিশ ফরোয়ার্ডকে সই করিয়েছে?
👉 স্পেনের ফরোয়ার্ড হুয়ান কার্লোস রিকোকে সই করিয়েছে।

Q2. হুয়ান কার্লোস রিকো কোথায় খেলেছেন আগে?
👉 ইউরোপের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Q3. এর আগে কোন কোন বিদেশি খেলোয়াড়কে সই করেছে গোকুলাম কেরালা?
👉 স্প্যানিশ সেন্টার-ব্যাক মাতিয়াস হার্নান্দেজ ও মিডফিল্ডার এডুয়ার্ডো মার্টিনেজ।

Q4. গোকুলাম কেরালা এফসির লক্ষ্য কী নতুন মৌসুমে?
👉 দেশি-বিদেশি ফুটবলারদের মিশেলে আইলিগে আবার সাফল্য ফেরানো।

Q5. কেন স্প্যানিশ ফুটবলারদের প্রতি ঝুঁকছে গোকুলাম কেরালা?
👉 তাঁদের ইউরোপীয় অভিজ্ঞতা ও টেকনিক্যাল দক্ষতাকে সামনে রেখেই নতুন মৌসুমে সাফল্যের পরিকল্পনা করছে ক্লাবটি।


🔑 Gokulam Kerala new signing, Juan Carlos Rico forward, Spanish players in I-League, Gokulam Kerala FC transfers, Indian football news