ভারতীয় ফুটবল ক্লাব গুলির মধ্যে অন্যতম শক্তিশালী একটি দল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। আইলিগ জয়ের পাশাপাশি হাইভোল্টেজ ম্যাচে কলকাতা ময়দানের তিন প্রধানকে অতি সহজেই আটকে দেওয়ার রেকর্ড রয়েছে দক্ষিণের এই ফুটবল দলের। কিন্তু গত সিজন একেবারেই ভালো যায়নি গোকুলাম দলের। শেষ ফুটবল সিজনে আশানুরূপ ফল পায়নি গোকুলাম কেরালা এফসি। সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া দ্বিতীয় ডিভিশন লিগের এই ফুটবল ক্লাব।
Also Read | লাল-হলুদ শিবিরে বিরাট ধাক্কা! দেশে ফিরছেন রশিদ
তাই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল গোকুলাম। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল ক্লাবের। ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত করেছে সেই অধিকাংশ খেলোয়াড়কে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বছর পঁচিশের এক মনিপুরী ফরোয়ার্ড। তিনি সেইমিনমাং মানচং (Seiminmang Manchong)। ফুটবল মহলে মাংকু নামেই অধিক পরিচিত তিনি। উল্লেখ্য এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ তথা সিএফএলে খিদিরপুর দলের হয়েও খেলতে দেখা গিয়েছিল এই পাহাড়ি ফুটবলারকে। একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন মাংকু।
Also Read | এবার সৌদির ক্লাবের দায়িত্বে আইএসএলের শিল্ড জয়ী কোচ
এবার তাঁকেই দলে টেনে নিল গোকুলাম কেরালা এফসি। একটা সময় দিল্লীর যুবদল থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে ট্রাউ এফসি থেকে শুরু করে সুদেবা দিল্লীর পাশাপাশি কলকাতার ময়দানের তৃতীয় প্রধান তথা শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি গত সিজনে ও শক্তিশালী রাজস্থানের জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিল মণিপুরের ফুটবলারকে। আসন্ন আইলিগে এবার তাঁর উপরেই ভরসা রাখছে সকলে।