দ্বিতীয় ডিভিশন আইলিগের সর্বোচ্চ গোলদাতাকে এবার সই করাল গোকুলাম

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে দল গঠনের কাজে হাত দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের…

Akshunna Tyagi

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে দল গঠনের কাজে হাত দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের নাম ব্যাপকভাবে উঠে আসতে শুরু করলেও খুব একটা পিছিয়ে ছিল না অন্যান্য দল গুলি। এক্ষেত্রে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের পাশাপাশি যথেষ্ট তৎপরতার সাথে এগোতে শুরু করেছিল আইলিগের দল গুলি। শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব থেকে শুরু করে রাজস্থান ইউনাইটেডের পাশাপাশি সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে শুরু করে গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)।

বলাবাহুল্য, আগের মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলেই। তবে‌ সেইসব ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া কেরালার এই ফুটবল ক্লাব। সেজন্য গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করার পরিকল্পনা ছিল দক্ষিণের এই দলের। সেজন্য, ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নীরবে নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

   

গত কয়েক মাসে একাধিক তরুণ প্রতিভাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হল অশুন্না ত্যাগীর নাম। সপ্তাহ কয়েক আগে থেকেই এই ফুটবলারের নাম ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যমগুলি থেকে। অবশেষে তাঁকেই চূড়ান্ত করে নিল গোকুলাম কেরালা। উল্লেখ্য, গত ফুটবল সিজনে দ্বিতীয় ডিভিশন আইলিগে অভূতপূর্ব পারফরম্যান্স করেছিলেন এই ভারতীয় ফুটবলার। সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিবেচিত হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল একাধিক দল।

Advertisements

কিন্তু শেষ পর্যন্ত গোকুলাম কেরালা এফসিতেই যোগদান করলেন ফুটবলার। আগের সিজনের চেনা ছন্দ এবার এখানেই ধরে রাখতে চাইবেন তিনি।