গত আইলিগে আশানুরূপ সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকেই শেষ করতে হয়েছিল টুর্নামেন্ট। সেটা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল গোকুলাম। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল ক্লাবের। ইতিমধ্যেই তাঁদের নজরে থাকা একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করেছিল ম্যানেজমেন্ট।
সেই তালিকায় যুক্ত হল গুরসিমরত সিংয়ের নাম। উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই এই ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর ছিল আইলিগের একাধিক ফুটবল ক্লাবের। শেষ পর্যন্ত তাঁকে ছিনিয়ে নিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরু থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল পাঞ্জাবী এই সেন্টার ব্যাকের। মূলত সেন্টার ব্যাক হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাকে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন তিনি। সবদিক মাথায় রেখেই তাঁর উপর নজর রাখতে শুরু করেছিল গোকুলাম।
উল্লেখ্য, এবারের ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ তথা ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে আটকে রাখার ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা ছিল এই ফুটবলারের। এবারের এই নতুন সিজনের বাকি টুর্নামেন্ট গুলিতেও সেটা বজায় রাখার লক্ষ্য থাকবে সাতাশ বছর বয়সী এই ডিফেন্ডারের। জানা গিয়েছে, আপাতত একটি সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি হলেও পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। অপরদিকে নামধারী এফসির পর এই নতুন দলে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে গুরসিমরতের।