বিগত কয়েক সিজন ধরেই খুব একটা ছন্দে নেই গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। টেবিলের তৃতীয় স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে খুশি নয় ম্যানেজমেন্ট। এই সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া কেরালার এই ফুটবল ক্লাব। সেজন্য গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলের সঙ্গে। তাই অনেক আগে থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর রয়েছে তাঁদের।
এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় তরুণের দিকে নজর রয়েছে সকলের। যার মধ্যে এবার ব্যাপকভাবে শোনা যাচ্ছে লেইমাপোকপাম সিবাজিৎ সিংয়ের নাম। পূর্বে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন এই তরুণ মিডফিল্ডার। বছর কয়েক আগে এই দলের জার্সিতেই জিতেছিলেন ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। তবে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। তারপর থেকেই এই মিডফিল্ডারকে দলে টানতে মরিয়া ছিল গোকুলাম। কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছিল অনেকটা দূর।
বিশেষ সূত্র মারফত খবর, এবার দীর্ঘমেয়াদি চুক্তিতে নাকি তাঁকে দলে সই করাতে চলেছে আইলিগের এই শক্তিশালী ফুটবল ক্লাব। পূর্বে ময়দানের এই প্রধানের যুব দলে যথেষ্ট নজর কেড়েছিলেন সিবাজিৎ সিং। পরবর্তীতে সিনিয়র দলের স্কোয়াডে থাকলেও খুব একটা সুযোগ পাননি তিনি। এবার নয়া সিজনে গোকুলামের জার্সিতে নিজেকে মেলে ধরাই প্রধান লক্ষ্য বছর কুড়ির এই ফুটবলারের। সেইমতো প্রস্তুত করছেন নিজেকে। তবে শুধুমাত্র গোকুলাম নয়।
দেশের এই দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগের আরও বেশকিছু ফুটবল ক্লাবের নাকি নজর ছিল এই ফুটবলারের দিকে। শেষ পর্যন্ত কেরালার এই শক্তিশালী ক্লাবকেই বেছে নিয়েছেন বাগানের এই তরুণ প্রতিভা। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে তাঁর অবস্থান।