বেঙ্গালুরু এফসির এই লেফট ব্যাককে দলে নিতে মরিয়া গোকুলাম কেরালা

আপাতত বন্ধ হয়ে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। তবুও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত কয়েক সপ্তাহে একের পর এক…

Thokchom Malemnganba Singh

আপাতত বন্ধ হয়ে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। তবুও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত কয়েক সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। গতবারের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে গোকুলাম। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে থোকচোম মালেমঙ্গাম্বা সিংয়ের নাম। গত ফুটবল সিজন থেকেই জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই ফুটবলার।

বেঙ্গালুরুর রিজার্ভ বেঞ্চের হয়ে যথেষ্ট নজর কাড়ার চেষ্টা করেছেন সুযোগ মতো। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। কিন্তু শোনা যাচ্ছে, পরবর্তীতে ট্রান্সফার ফি দিয়েই তাঁকে দলে টানতে চাইছে আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টি। তবে মনে করা হচ্ছে কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই। সেক্ষেত্রে দল বদল করলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

   

শেষ কয়েক সিজন ধরেই খুব একটা ছন্দে নেই গোকুলাম কেরালা এফসি। গত মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করার পরিকল্পনা ছিল দক্ষিণের এই দলের। সেজন্য, ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল গোকুলাম।

Advertisements

এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল তাঁদের। গত কয়েকদিন আগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে গুরসিমরত সিংকে। তারপর এই ফুটবলার দলে আসলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।