Winter transfer window: গত ফুটবল মরসুমটা খুব একটা আশানুরূপ ছিলনা গোকুলাম কেরালা এফসির। নির্ধারিত ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। অন্যদিকে সকলকে টেক্কা দিয়ে বেশ কয়েক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল গোকুলাম ফুটবলারদের। তবে পুরনো সমস্ত কিছু ভুলে এই নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের।
সেইমতো এবার একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে গোকুলাম কেরালা এফসি। যাদের মধ্যে অন্যতম হলেন ভারতীয় ফরোয়ার্ড ভিপি সুহের। গত মরসুম থেকেই লাল-হলুদ জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন তিনি। কলকাতা ফুটবল লিগের পাশাপাশি কলিঙ্গ সুপার কাপে ও নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন বছর বত্রিশের এই তারকা। নয়া সিজনে তাঁকে স্কোয়াডে রেখে আইএসএল শুরু করলেও গত কয়েকদিন আগেই সুহেরকে বিদায় জানায় মশাল ব্রিগেড।
পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাবের নাম উঠে আসতে শুরু করলেও শেষ পর্যন্ত আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিতে ফেরেন এই তারকা। সুহেরের উপস্থিতিতে অনেকটাই শক্তিশালী হয়েছে দলের আক্রমণভাগ। এখনও পর্যন্ত আইলিগের এই নতুন মরসুমে খেলে ফেলেছেন চারটি ম্যাচ। যার মধ্যে একটি গোল কন্ট্রিবিউশন রয়েছে এই দাপুটে ফুটবলারের। তবে সেখানেই শেষ নয়। আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো আরও বড় চমক দিতে চলেছে গোকুলাম দল।
বিশেষ সূত্র মারফত খবর, ইন্ডিয়ান সুপার লিগের এক তরুণ মিডফিল্ডারকে দলে টানতে চলেছে আইলিগের এই ফুটবল ক্লাব। তিনি সৌরভ মন্ডল (Saurav Mandal)। বর্তমানে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছেন জলন্ধরের বছর চব্বিশের এই মিডফিল্ডার। ইতি মধ্যেই আইএসএলে খেলে ফেলেছেন প্রায় আটটি ম্যাচ। শোনা যাচ্ছে, এবার তাঁকেই নাকি দলে আনতে চাইছে গোকুলাম। এখনও পর্যন্ত সেটি চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।
Gokulam Kerala FC is reportedly targeting young Kerala Blasters midfielder Saurav Mandal during the upcoming winter transfer window. The 24-year-old has impressed in the Indian Super League and could strengthen Gokulam’s squad for the new season.”