বিগত কয়েক সিজন ধরে সাফল্যের মুখ দেখেনি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)৷ গতবছর নির্ধারিত ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যারফলে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল গোকুলাম ফুটবলারদের। তবে পুরনো সমস্ত কিছু ভুলে এই নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া ছিল গোকুলাম।
সেইমতো এবার একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছিল গোকুলাম কেরালা এফসি। যাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় ফরোয়ার্ড ভিপি সুহের। এছাড়াও আরও একাধিক তারকা ফুটবলার দলে টেনে ছিল এই ফুটবল দল।
তাঁদের নিয়ে এবার অনবদ্য লড়াই করেছিল গোকুলাম। কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে আগেই ছিটকে যেতে হয়েছিল কেরালার এই ফুটবল ক্লাবকে। এবছর চতুর্থ স্থানে থেকেই আইলিগ শেষ করেছে এই শক্তিশালী দল। স্বাভাবিকভাবেই ব্যাপক হতাশা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর রয়েছে তাঁদের। এদের মধ্যেই ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছে ভূপিন্দর সিংয়ের নাম।
বর্তমানে আইলিগের ফুটবল ক্লাব নামধারী এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বছর সাতাশের এই উইঙ্গার। দলের হয়ে খেলেছেন প্রায় কুড়িটি ম্যাচ। যারমধ্যে তিনটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট রয়েছে এই ভারতীয়র। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে নামধারী এফসির চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে আগ্রহী গোকুলাম কেরালা। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে নয়া মরসুমে গোকুলামের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।
এই সিজনে চূড়ান্ত সাফল্য না আসলেও আগামী বছরে নিজেদের সেরাটা দিয়ে ট্রফি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য দলের সকলের। সেইমত চলছে প্রস্তুতি।