ঝড়ের গতিতে দিল্লি বধে ছয়ে গোকুলাম

Gokulam Kerala FC beat Delhi FC by 6-3 in I league

আই-লিগ ২০২৪-২৫ মরসুমের (I League 2024-25 Session) ম্যাচে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC) ৬-৩ গোলে পরাজিত করেছে দিল্লি এফসিকে (Delhi FC)। ১৭ ফেব্রুয়ারি এমএস কর্পোরেশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গোকুলামের আধিপত্য ছিল অসাধারণ। এই জয়টি গোকুলাম কেরালাকে ২২ পয়েন্টে পৌঁছিয়ে দিল, যার ফলে তারা টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, দিল্লি এফসি ম্যাচেও তিন পয়েন্ট হারিয়ে টেবিলের তলানিতে আটকে রইল মাত্র ১০ পয়েন্টে।

ম্যাচের শুরুটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। তৃতীয় মিনিটে গোগোয়ার গায়ারি দিল্লিকে এগিয়ে দেন। সামির বিনংয়ের অসাধারণ পাসে বক্সে ঢুকে গোল করেন গায়ারি, তার শটটি ছিল নিখুঁত, যা গোকুলামের গোলরক্ষককে পরাস্ত করে কোন ভুল ছিল না। দিল্লির এই দ্রুত গোলটি গোকুলামকে চমকে দিলেও, গোকুলাম তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়।

   

১৩ মিনিটের মাথায় গোকুলাম সমতা ফেরায়। ভি সুহাইরের কাটব্যাক থেকে মার্টিন চাভেস বক্সের ভেতরে বল পেয়ে গিয়েছিলেন, কিন্তু দিল্লির ডিফেন্ডাররা চোখ ঘুরিয়ে থাকায় চাভেস পুনরায় ওঠে এবং দুরন্ত এক শটে গোল করে দলকে সমতায় ফেরায়।

একটা সময়ের মধ্যে গোকুলাম আরও একবার এগিয়ে যায়। ২১ মিনিটে, ইগনাসিও আবেলেডো’র দারুণ ক্রসে এডাম নিয়ানে মাথার টোকায় গোল করেন। প্রথমার্ধে নিয়ানে আরও দুটি সহজ সুযোগ হারালেও, দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আরেকটি গোল করেন, দিল্লির রক্ষণের বিভ্রান্তির সুযোগ নিয়ে।

এর পরেই আবেলেডো ম্যাচের সেরা গোলটি করেন। ৫৭ মিনিটে, নিয়ানের পাসে আবেলেডো বক্সে ঢুকে সোজা বাঁয়ে পা দিয়ে দারুণ একটি কার্লার শট মেরে দিল্লির কিপারকে পরাস্ত করেন। তিনজন দিল্লি ডিফেন্ডারও গোললাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেই গোলটি আটকাতে পারেনি।

দিল্লি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ৬৪ মিনিটে হৃদয়া জৈন অসাধারণ ভলিতে গোল করে সমীকরণ ৪-১ করেন। তবে, গোকুলামের আক্রমণ থেমে থাকেনি। ৭৫ মিনিটে, আবেলেডো আবারও চাভেসের ক্রসে গোল করেন এবং ৫-১ করে দেন।

৮১ মিনিটে স্টেফানে বিনং দিল্লির হয়ে তৃতীয় গোলটি করেন। তিনি গোকুলাম ডিফেন্ডারদের কাটিয়ে খালি জায়গায় পেয়ে এক এয়ারিয়াল বল স্ল্যাম করে গোল করেন। দিল্লি সেই গোলের পর চাপ সৃষ্টি করলেও, গোকুলাম একেবারে শেষ মুহূর্তে ৯০+৯ মিনিটে রানজিৎ পান্দ্রের এক দুর্দান্ত শটে ম্যাচের ফল ৬-৩ করে দেয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleপ্রশ্নে ভুল, উত্তর দিলেই মিলবে পুরো নম্বর, ঘোষণা পর্ষদের
Next articleটিম অফ দ্যা উইকে দুই প্রধানের তিন ফুটবলার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।