পাঞ্জাব ম্যাচের পর এবার মুম্বইয়ের (Mumbai City FC) সাথে ও পয়েন্ট ভাগাভাগি করল ইস্টবেঙ্গল (East Bengal)। যা দেখে অনেকটাই তৃপ্ত হবে দলের সমর্থকরা। আজকের এই ড্র করার দরুণ নয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকল ইস্টবেঙ্গল। তার ঠিক উপরেই রয়েছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি।
তবে পরের ম্যাচ জিতলেই সেই স্থানে উঠে আসতে পারবে লাল-হলুদ। তবে আজকের এই ম্যাচে দলের ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে সকলের। তবে গোলের সুযোগ খুব একটা কাজে না আসলেও দাঁতে দাঁত চেপে দলের ফুটবলারদের লড়াই যথেষ্ট নজর কেড়েছে সমর্থকদের। এক কথায় বলতে গেলে আক্রমণভাগ থেকে শুরু করে মাঝমাঠ হোক কিংবা রক্ষনভাগ। সব ক্ষেত্রেই মুম্বাইয় দলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।
উল্লেখ্য, এই ম্যাচের আগেই কলকাতায় সাংবাদিক বৈঠক করে দলের তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে যদি আশাবাদী থাকতে দেখা গিয়েছিল স্প্যানিশ কোচ কুয়াদ্রাতকে। পাশাপাশি দলের ফুটবলারদের আত্মবিশ্বাসের কথা ও উল্লেখ করেছিলেন তিনি। যার প্রতিফলন ধরা দিয়েছে আজকের ম্যাচে। মূলত অ্যাওয়ে ম্যাচ হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল অনবদ্য। তারকা ফুটবলার হিজাজী মাহের থেকে শুরু করে গোলরক্ষক প্রভসুখান সিং গীলের অনবদ্য সেভের দরুণ এ যাত্রায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার সুযোগ পেল কলকাতা ময়দানের এই প্রধান। যার দরুণ দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে অনেকটাই আত্মবিশ্বাসের সাথে খেলতে নামতে পারবেন মহেশরা।
FT| Although we couldn’t break the deadlock, the boys were solid and resolute against the hosts at the Mumbai Football Arena! 🤜🤛
All eyes on #EBFCOFC now! ✊#MCFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/SFCQk8rWkY
— East Bengal FC (@eastbengal_fc) December 16, 2023
পরবর্তী ম্যাচে এবার সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হতে হবে ইমামি ইস্টবেঙ্গল দলকে। এখন সেই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের। বলাবাহুল্য, দিন কয়েক আগেই ময়দানের আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টসকে পরাজিত করে এএফসি কাপ থেকে ছিটকে দিয়েছিল ওডিশা। তারপর আইএসএলের ম্যাচে ও এগিয়ে থেকে ড্র। লড়াই যে অনেকটাই কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।