Vishal Keith: বিশালকে পিছনে ফেলে সোনার গ্লাভসের লড়াইয়ে এই গোলরক্ষক

Vishal Keith Trailing in Race for Golden Gloves

Advertisements

গত আইএসএল মরশুমে সকলকে পিছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Keith)। তিনি টেক্কা দিয়েছিলেন গুরপ্রীত সিং সিন্ধু থেকে শুরু করে ফূর্বা লাচেনপার মত ফুটবলারদের। এমনকি আইএসএলের ফাইনালে ট্রাইবেকারে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে ছিল বিশালের। তার এই অনবদ্য পারফরম্যান্সের দরুন পরবর্তীতে সুযোগ পান ইগর স্টিমাচের জাতীয় শিবিরে। বলতে গেলে, যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন এই তরুণ গোলরক্ষক।

কিন্তু এবারের এই আইএসএল মরশুমে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন এই গোলরক্ষক। তবে দল এ বছর টুর্নামেন্টের শিল্ড জেতার সুবাদে এখনো গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে টিকে রয়েছেন বিশাল কায়েথ। তবে এখনো পর্যন্ত ২১টি ম্যাচে মোট ৯টি ক্লিনশিট রাখার সুবাদে সোনার গ্লাভসের লড়াইয়ের শীর্ষে রয়েছেন ওডিশা এফসির তারকা ফুটবলার অমরিন্দর সিং।

Advertisements

বলা বাহুল্য, ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় শিবিরেও যথেষ্ট ভরসাযোগ্য হাত তিনি। এই তারকা ফুটবলারের তত্ত্বাবধানেই একাধিক আন্তর্জাতিক ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। তবে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই সিটি এফসির গোলরক্ষক ফূর্বা লাচেনপা। ১৯ ম্যাচে এখনো অব্দি ৮টি ক্লিনশিট রয়েছে এই ফুটবলারের।

তৃতীয় স্থানে রয়েছেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথ। বর্তমানে মোট ২২ ম্যাচে ৮টি ক্লিনশিট রয়েছে এই তরুণ ফুটবলারের। তারপরই রয়েছেন এফসি গোয়ার গোলরক্ষক আর্শদ্বীপ সিং। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাকিদের তুলনায় অমরিন্দর সিং অনেকটা এগিয়ে থাকলেও যেকোনো সময় পরিস্থিতি বদলে দিতে পারেন বিশাল থেকে শুরু করে ফূর্বা লাচেনপার মত ফুটবলাররা।