ভারতীয় ক্লাবের হয়ে ৪ ম্যাচে ৮ গোল করলেন স্প্যানিশ স্ট্রাইকার

ফের আই লীগ জয়ের দৌড়ে সবার আগে চলে এল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবকে এক নম্বর পজিশন থেকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ…

Alexis Sanchez

ফের আই লীগ জয়ের দৌড়ে সবার আগে চলে এল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবকে এক নম্বর পজিশন থেকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ ভারতীয় এই ক্লাব। দলকে কার্যত একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন অ্যালেক্সিস স্যানসেজ (Spanish Striker Alexis Sanchez)।

সপ্তাহের প্রথম দিন আই লীগের ম্যাচে ট্রাউ এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। কল্যানী স্টেডিয়ামে ম্যাচের প্রথম বাঁশি বাজতে না বাজতেই এগিয়ে গিয়েছিল গোকুলাম। এক মিনিটের মধ্যে স্যানসেজের করা গোলে এগিয়ে যায় তারা। এর মিনিট পনেরো পর ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের এই অভিজ্ঞ স্ট্রাইকার। বিরতির পর কেরালার ক্লাবটি দশজনে হয়ে যাওয়ার পরেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ট্রাউ এফসি। গোকুলামের পক্ষে ২-০ গোলে শেষ হয় ম্যাচ।

অ্যালেক্সিস স্যানসেজ এবারের গোকুলাম কেরালার অধিনায়ক। ৩৪ বছর বয়সেও এখনও গোল ক্ষুধা কমেনি তার। ধারাবাহিকভাবে গোল করে চলেছেন। এই নিয়ে ৪ ম্যাচে তার ৮ গোল হয়ে গিয়েছে।

Advertisements

এদিনের ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। পুরো পয়েন্ট পেয়ে এখন সবার আগে গোকুলাম। গোকুলাম ও মহামেডান স্পোর্টিং ক্লাবের চার ম্যাচ খেলে প্রাপ্ত পয়েন্ট দশ। দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ, একটি ড্র।