নতুন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। কিন্তু তার জন্য ফুটবলারদের সঙ্গে চুক্তির কাজ থমকে রাখতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। গত দুই মরসুমে দলবদলের বাজারে যে সমস্যার সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল, এবার আর সেই ভুল করতে নারাজ তারা।
ইনভেস্টর সঙ্গে চুক্তি জট থাকার কারণে গত দুই মরসুমে একেবারে শেষের দিকে কোনও মতে দলগঠন করেছে ইস্টবেঙ্গল। ফলে পছন্দের স্বদেশি বা বিদেশি ফুটবলার স্বাভাবিক ভাবেই হাতছাড়া হয়েছে তাদের। এবার তাই দেরি না করে মরসুমের শুরু থেকেই দল গুছিয়ে নিতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব। আশা করা যাচ্ছে, দিন দশেকের মধ্যে কোচের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ক্লাব কর্তারা।
তার আগে অবশ্য বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে লাল-হলুদ শিবির। আর কিছু ফুটবলার নজরে রয়েছেন লাল-হলুদ কর্তাদের। ঠিক সেরকমই বেশ কয়েকজন ফুটবলার তাদের হাতছাড়াও হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলের নাকের ডগা থেকে আইএসএলের অন্য ক্লাবে সই করেছেন বেশ কিছু তারকা। তাদের মধ্যেই একজন আলভারো ভাজকুয়েজ। কেরল ব্লাস্টার্সের এই তারকা বিদেশি ফুটবলার ভারতের বেশ পরিচিত মুখ। ৩১ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার গেটাফে, এসপ্যানিওলের মতো লা লিগার প্রথম সারির দলের হয়ে খেলেছেন। এছাড়া সোয়ানসি সিটি, স্পোর্টিং গিজনের মতো ক্লাবের হয়েও প্রতিনিধিত্ব করেছেন ভাজকুয়েজ।
সূত্রের খবর, ভাজকুয়েজের সঙ্গে ফরোয়ার্ডে রয় কৃষ্ণাকে রেখে দল সাজানোর পরিকল্পনা করেছিল লাল-হলুদ। কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও ধাক্কা খেল তারা। জানা গিয়েছে, কেরালার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এফসি গোয়া তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি তাঁদের মধ্যে নাকি চুক্তি পর্বও সারা হয়ে গিয়েছে। তবে সরকারি ভাবে গোয়া এখনও এই বিষয়ে কিছু জানায়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ১ জুন থেকে নাকি ভাজকুয়েজ গোয়ার সদস্য হয়ে গিয়েছেন। অর্থাৎ ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিল গোয়া।