গোয়া বধের প্রস্তুতি শুরু বাগানের, খেলবেন স্টুয়ার্ট?

Mohun Bagan SG Star Greg Stewart

ইন্ডিয়ান সুপার লিগের বর্তমানে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা কিছুটা হতাশাজনক থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো পারফরম্যান্সে ফিরেছে জোসে মোলিনার ছেলেরা। দিন কয়েক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা পরাজিত করেছে কেরালা ব্লাস্টার্সকে। এই ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। যারফলে অনায়াসেই এসেছিল গোল। কিন্তু তবুও ম্যাচের দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়তে হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানকে।

Advertisements

তবে পরবর্তীতে ম্যাচে ফিরে আসতে খুব একটা অসুবিধা হয়নি শুভাশিস বসুদের। ম্যাচের শেষের দিকে জেসন কামিন্সের গোলে সমতায় ফিরে আসে মোহনবাগান। তারপর শেষ লগ্নে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের গোলে জয় সুনিশ্চিত করে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত টানা আট ম্যাচ অপরাজিত থাকল গতবারের লিগ শিল্ড জয়ীরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই জয়ের সুবাদে গোটা দলকে একদিনের ছুটি দিয়েছিলেন বাগান কোচ।

তারপর গত সোমবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করে দেয় মোহনবাগান। যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দলের অধিকাংশ ফুটবলারদের। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌কে (Greg Stewart)। যারফলে এদিন দলের সঙ্গে জোরকদমে অনুশীলন করেননি এই তারকা ফরোয়ার্ড। সতীর্থ ফুটবলারদের অনুশীলন দেখেই মূলত ড্রেসিংরুমে ফিরে এসেছিলেন এই দাপুটে ফুটবলার। তাই আসন্ন গোয়া ম্যাচে আদৌও তাঁকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও থেকে গিয়েছে ধোঁয়াশা।

Advertisements

আগামী ২০শে ডিসেম্বর গোয়ার ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তাঁর আগে দিন দুয়েকের সময় রয়েছে সবুজ-মেরুনের কাছে‌। সেক্ষেত্রে সবদিক বিচার বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন জোসে মোলিনা‌।