East Bengal: ফের জয়, এবার কুলদাকান্ত শিল্ড চ্যাম্পিয়ন মশালবাহিনী

এবার চূড়ান্ত সাফল্য। অবশেষে রায়গঞ্জের কুলদাকান্ত শিল্ড চ্যাম্পিয়ন হল লাল-হলুদের (East Bengal) রিজার্ভ দল। গত ম্যাচে রায়গঞ্জ টাউন ক্লাবকে পরাজিত করার পর পূর্ব নির্ধারিত সূচী…

Jessin TK

এবার চূড়ান্ত সাফল্য। অবশেষে রায়গঞ্জের কুলদাকান্ত শিল্ড চ্যাম্পিয়ন হল লাল-হলুদের (East Bengal) রিজার্ভ দল। গত ম্যাচে রায়গঞ্জ টাউন ক্লাবকে পরাজিত করার পর পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আজ শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের এই প্রধান। এবার সেখানে ও আসল জয়। পূর্ন সময়ের শেষে ২-০ গোলে ওরিয়েন্ট জুয়েলার্স দলকে পরাজিত করল জেসিনরা।

Advertisements

দলের হয়ে আজ গোল করেন যথাক্রমে মহম্মদ রোশল ও আরেক তরুণ তারকা জেসিন টিকে। যা দেখে খুশি সকলেই। অবশেষে বছরের শেষ লগ্নে এসে খেতাব ঘরে তুলতে সক্ষম হল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। প্রথমার্ধের শেষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের জমাট রক্ষনভাগ ভেঙে ফের গোল করে লাল-হলুদ। যারফলে, পরবর্তীতে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ওরিয়েন্ট দলের পক্ষে।

Advertisements

উল্লেখ্য, গত প্রিমিয়ার ডিভিশন লিগের পর কাপ টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স করার পর এই ঐতিহ্যবাহী ফুটবল শিল্ড নিয়ে যথেষ্ট সাবধানী ছিল লাল-হলুদ ব্রিগেড। তাই কোচের নির্দেশ মতো টুর্নামেন্টের কয়েকদিন আগে রায়গঞ্জ পৌঁছে মাত্র কিছু ঘন্টা বিশ্রাম নিয়েই গোটা দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন কোচ। তার পরের দিন প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয়। সেখান থেকে ফাইনাল ম্যাচ। এবার সেখানে ও আসল সাফল্য। যা আগামী দিনে বাড়তি অক্সিজেন জোগাবে গোটা দলকে। এবারের এই খেতাব জয় করার পর সিনিয়র দলের সাফল্য দেখার জন্য পথ চেয়ে বসে আপামর লাল-হলুদ জনতা।

উল্লেখ্য, গতকাল আইএসএলে নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট আসলেও তাতে খুব একটা খুশিনন লাল-হলুদ কোচ। কার্লোস কুয়াদ্রাত। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে খারাপ রেফারিংয়ের পাশাপাশি দেশের প্রথম সারির এই ফুটবল টুর্নামেন্ট ভিএআর প্রযুক্তি আনার প্রসঙ্গ ও শোনা গিয়েছিল একাধিকবার।