Glenn Maxwell: ভারতীয় বান্ধবীর সাথে বিয়ে সারলেন গ্লেন ম্যাক্সওয়েল 

আইপিএল কড়া নাড়ছে দরজায়। এরই মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ায় কার্যত নীরবে ভারতীয় বান্ধবী ভিনি রামনের সঙ্গে বিয়ে সারলেন ৩৩ বছরের অস্ট্রেলিয়ার তারকা…

short-samachar

আইপিএল কড়া নাড়ছে দরজায়। এরই মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ায় কার্যত নীরবে ভারতীয় বান্ধবী ভিনি রামনের সঙ্গে বিয়ে সারলেন ৩৩ বছরের অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই রীতিমত ভাইরাল।

   

নিজের ইনস্টাগ্রাম রিলে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যাক্সওয়েল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই সদ্য বিবাহিত যুগল একে অন্যের হাত ধরে রয়েছেন। হাতে বিবাহের আংটিও রয়েছে রামনের। ক্যাপশনে তিনি লেখেন, “তিনি সেই ছবি শেয়ার করে লিখেছেন, “নিজেকে পূর্ণতার জন্য ভালবাসা হল নিরন্তর খুঁজে চলা। তোমাকে পেয়ে পূর্ণতা মাত্রা পেল।” ম্যাক্সওয়েলের ভারতীয় বান্ধবী ভিনি বর্তমানে মেলবোর্নের একজন ফার্মাসিস্ট। জন্মসূত্রে ভিনি রামন তামিল ব্রাহ্মণ। পাঁচ বছর ধরে দুজনের সম্পর্ক রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে বাগদান পর্ব সম্পন্ন হয় দুজনের।

Glenn Maxwell

নিজের ইনস্টাগ্রাম ওয়ালে আরো একটি ছবিও পোস্ট করেন ভিনি রামন। যেখানে দেখা যাচ্ছে যুগল একে অন্যকে চুম্বন করছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “মিস্টার এন্ড মিসেস ম্যাক্সওয়েল।” 

<

p style=”text-align: justify;”>এই পোস্টের পর তা রীতিমতো ভাইরাল ক্রিকেট দুনিয়ায়। সদ্য বিবাহিত দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ফিঞ্চ, আরসিবির প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহাল সহ একাধিক ক্রিকেট তারকা। ম্যাক্সওয়েলের আইপিএল টিম অরসিবি-ও শুভেচ্ছা জানিয়েছে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে লেখা আছে, “ভিনি রামন এবং গ্লেন ম্যাক্সওয়েলের জীবনের নতুন অধ্যায়ের সূচনার জন্য আরসিবি পরিবার দারুণ খুশি। দুজনের জন্য অনেক আনন্দ, ভালবাসা রইল।”