জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গ্লেন মার্টিন্স

গত কয়েক মরসুম ধরেই মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত রয়েছেন গ্লেন মার্টিন্স (Glan Martins)। প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ হোক কিংবা…

Glan Martins Ties the Knot

গত কয়েক মরসুম ধরেই মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত রয়েছেন গ্লেন মার্টিন্স (Glan Martins)। প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ হোক কিংবা ডুরান্ড কাপ‌। যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চিনিয়েছেন এই ভারতীয় মিডফিল্ডার। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে শক্তিশালী করে তুলেছিল দলের মাঝমাঠকে‌। এমনকি এবারের ফুটবল মরসুমের শুরুতে কলকাতা লিগে ও সবুজ-মেরুন জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন গোয়ার এই তারকা ফুটবলার। চূড়ান্ত সাফল্য না আসলেও তাঁর পারফরম্যান্স খুশি করেছিল সকল সমর্থকদের।

Also Read | ট্রান্সফার উইন্ডোতে লোনে দল পরিবর্তনের সম্ভাবনা বাগান এবং লাল-হলুদের এই ফুটবলারদের 

   

তবে এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন বাগানের এই তারকা ফুটবলার। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গ্লেন মার্টিন্স। বান্ধবী ভেলরোস পেরেরাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এই ফুটবলার। ঘন্টাকয়েক আগেই নিজের সোশাল সাইটে বিবাহ সম্পর্কিত ছবি ও ভিডিও আপলোড করতে দেখা যায় এই তারকা ফুটবলারকে। যেখানে বিলাসবহুল গাড়িতে ফুলের তোড়া সহ সাদাকালো ব্লেজার এবং সিলভার ড্রেসে ধরা দেন এই নবদম্পতি। যা সহজেই মন জয় করেছে ফুটবল অনুরাগীদের।

Also Read |  পঞ্জাব ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী জোসে মোলিনা‌, কী বললেন?

অভূতপূর্ব পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঝে ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি কলকাতা ময়দানের এই প্রধানের। তবে গত অ্যাওয়ে ম্যাচে আটকে যেতে হয়েছে এফসি গোয়ার কাছে সেটা কিছুটা হলেও হতাশ করেছিল বাগান জনতাকে। আগামী বৃহস্পতিবার ঘুরে দাঁড়ানোর লড়াই। এবার লড়াই করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির সাথে। এই ম্যাচের মধ্য দিয়েই জয় সরণিতে ফিরতে মরিয়া গতবারের লিগ শিল্ড জয়ীরা।

Also Read |  লিগে সপ্তাহের সেরা ভারতীয় ফুটবলারের তালিকায় লাল-হলুদের দুই জন, বাগানের কে?

তাঁর আগে গ্লেন মার্টিন্সের নতুন ইনিংস শুরু করার কথা কিছুটা হলেও খুশি করেছে সমর্থকদের। তবে বড়দিনের আমেজে সমর্থকদের জয় উপহার দেওয়াই এখন অন্যতম চ্যালেঞ্জ বাগান কোচ জোসে মোলিনার। এখন সেদিকেই নজর থাকবে সকলের।