Giorgio Chiellini : আগামী জুন মাসে আন্তর্জাতিক ফুটবল’কে বিদায় জানাতে চলেছেন ইতালির এই তারকা ফুটবলার !

আগামী জুন মাসে ওয়েম্বলিতে “ফিনালিসিমা”তে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ইউরো কাপ জয়ী ইতালি,আর এই ম‍্যাচের পরেই দেশে ফুটবল’কে বিদায় জানাতে চলেছেন ইতালির…

আগামী জুন মাসে ওয়েম্বলিতে “ফিনালিসিমা”তে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ইউরো কাপ জয়ী ইতালি,আর এই ম‍্যাচের পরেই দেশে ফুটবল’কে বিদায় জানাতে চলেছেন ইতালির অধিনায়ক জিওর্জিও চিয়েল্লিনি (Giorgio Chiellini)।

Advertisements

বছর সাইত্রিশের এই তারকা সেন্টার ব্যাকের সম্প্রতি স্বপ্ন ভঙ্গ হয়েছিল কাতার বিশ্বকাপে খেলার,কারণ গতবছর ইউরো চ‍্যাম্পিয়ান ইতালি এবার বিশ্বকাপের মূলপর্বে যোগ‍্যতা অর্জন করতে ব‍্যার্থ হয়েছিল।

   

সোমবার সিরি এ’তে সাসুলো’র বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করেছিল জুভেন্তাস।খেলা শেষের সাক্ষাৎকারে চিয়েল্লিনি জানিয়েছেন,লন্ডনে আর্জেন্টিনা’র বিরুদ্ধে ম‍্যাচের পর জাতীয় দল’কে বিদায় জানাবেন তিনি।

” ওই সময় যদি চোটমুক্ত থাকি তাহলে খেলবো,এবং ওয়েম্বলি’তে জাতীয় দল’কে বিদায় জানাবো,আর্জেন্টিনার মতো দেশের বিরুদ্ধে আজুরি’র জার্সি গায়ে শেষবারের মতো খেলতে নামাটা অত্যন্ত গর্বের একটি বিষয়।” – জর্জিও চিয়েল্লিনি

২০০৪ সালে দেশের হয়ে প্রথম বারের মতো মাঠে নেমেছিলেন চিয়েল্লিনি।সেই বছর আথেন্স অলিম্পিকে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।২০০৬ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পান এই তারকা ডিফেন্ডার।ইতালির ফুটবলের ইতিহাসে দেশের হয়ে চতুর্থ সর্বাধিক ম‍্যাচ খেলা ফুটবলার তিনি।২০১২ সালে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান,সেইবছর ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে হেরে গেছিলো ইতালি।সদস্য ইউরো কাপ জিতেছিলেন দেশের হয়ে।