Odisha FC: নিজের পুরনো ছাত্রের প্রসঙ্গে কী বললেন লোবেরা? জানুন

গত মরসুম থেকেই ওডিশা এফসির (Odisha FC) দায়িত্ব পালন করছেন সার্জিও লোবেরা (Sergio Lobera)। যদিও সেই মরশুমটা খুব একটা সুখকর থাকেনি জগন্নাথের রাজ্যের এই ফুটবল…

Odisha FC, Sergio Lobera, Hugo Boumous

গত মরসুম থেকেই ওডিশা এফসির (Odisha FC) দায়িত্ব পালন করছেন সার্জিও লোবেরা (Sergio Lobera)। যদিও সেই মরশুমটা খুব একটা সুখকর থাকেনি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের পক্ষে। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে তাদের পরাজিত হতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের কাছে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয় রয় কৃষ্ণাদের। এখন সেসব ভুলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ওডিশা এফসি। সেজন্য, নিজেদের এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। কোচের নির্দেশ মেনেই ফুটবলারদের চূড়ান্ত করছে ক্লাব।

সেইমতো এবার তারা দলে টেনেছে মরোক্কান তারকা হুগো বুমোসকে। শুক্রবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয়েছে এই ফুটবলারের নাম।  যারফলে, নিজের পুরনো গুরুর তত্ত্বাবধানেই আইএসএল খেলবেন বুমোস। তাঁর যোগদানের প্রসঙ্গে লোবেরা বলেন, ‘আমার মতে, বুমোস আইএসএলের সেরা ফুটবলার। আমরা একে অপরকে খুব ভালোভাবে জানি। সেই সাথে আমরা জানি যে সফল হওয়ার জন্য একে অপরকে প্রয়োজন। আশা রাখি আমরা আবার সাফল্য পাব। সে যুক্ত হওয়ায় আমি প্রচন্ড খুশি।’

   

উল্লেখ্য, কিছু বছর আগে মুম্বাই সিটি এফসির দায়িত্বে ছিলেন সার্জিও লোবেরা। এফসি গোয়ার পর, এই মুম্বাই সিটি এফসিতেই খেলতে এসেছিলেন হুগো বুমোস। পরবর্তীতে এই ফুটবলারের দাপট দেখে চমকে যায় সকলে। সেই সময় লোবেরার পরিকল্পনা ও নির্দেশনা যথেষ্ট নজর কেড়েছিল আইএসএলের অন্যান্য দলগুলির। শেষ পর্যন্ত এই মরোক্কান ফুটবলার সবুজ-মেরুনে যোগদান করলেও বিদেশি ফুটবল ক্লাবের দায়িত্বে চলে যান লোবেরা।

ওডিশায় আবার পুনর্মিলন। যা নিঃসন্দেহে বড়সড় ভূমিকা নেবে দলের পারফরম্যান্সে। এছাড়াও গত কয়েকদিনে আইএসএলের দল গুলি থেকে একাধিক ফুটবলারদের চূড়ান্ত করেছে লোবেরার ক্লাব। নয়া সিজনে আদৌ কতটা প্রভাব ফেলতে পারে এই ফুটবল ক্লাব, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।