East Bengal: চেন্নাইয়িনের ৪ ফুটবলারের দিকে নজর লাল-হলুদের, কারা এই খেলোয়াড়?

Chennai Footballers Training for East Bengal FC Tryouts

আইএসএলে ইস্টবেঙ্গলের (East Bengal Football Club) ভরাডুবির পর থেকেই রীতিমতো নড়চড়ে বসেছে ক্লাব কর্তারা। টুর্নামেন্ট শেষ হতেই দলের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠকে বসে লাল-হলুদ। ঠিক হয় চলতি মরশুমে সুপার কাপের পরেই বদলে ফেলা হবে দলের কোচ। পাশাপাশি নতুন করে সাজানো হবে গোটা দল।

কিন্তু কে হবেন দলের নতুন কোচ, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি ইস্টবেঙ্গল শিবিরের তরফ থেকে। তবে ময়দানে কান পাতলেই উঠে আসছে একাধিক কোচের নাম। যাদের মধ্যে রয়েছেন সার্জিও লোবেরা। কার্লোস কুয়াদ্রাত ও অ্যান্তোনিও লোপেজ হাবাস। আবার অনেকের মুখেই শোনা যাচ্ছে জিকোর নাম। কিন্তু কোনোটাই এখনো চূড়ান্ত নয়। তবে কোচের পাশাপাশি একাধিক খেলোয়াড়দের নাম ও উঠে আসছে দলবদলের ক্ষেত্রে।

   

শোনা যাচ্ছে, এবার নাকি চেন্নাইন এফসির ৪ ভারতীয় ফুটবলার কে দলে আনতে মরিয়া লাল-হলুদ শিবির। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত কয়েকদিন আগেই লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকের শেষে কর্তারা জানিয়েছিলেন, নতুন কোচের পছন্দ অনুযায়ী দলে আনা হবে খেলোয়াড়দের। যাতে আগামী মরশুমে দল সাজাতে কোনো অসুবিধা না দেখা দেয়। তবে কোচের নাম ঘোষণার আগেই যেন তলে তলে দল গঠনের কাজ এগিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল।

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গতকাল চেন্নাই ম্যাচে নাকি মাঠেই উপস্থিত ছিলেন ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায়। ম্যাচের শেষে নাকি কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সাথেই ফিরে আসেন তিনি। কিন্তু তার থেকে ও গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী মরশুমের জন্য নাকি চেন্নাইন এফসির ৪ ভারতীয় ফুটবলারের দিকে নাকি টার্গেট করা হয়েছে তাদের তরফ থেকে। যদিও এখনো পর্যন্ত তাদের কারুর নামই জানা যায়নি। শোনা যাচ্ছে, তারা প্রত্যেকেই নাকি পুরোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ। তাই ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়দের দলে আনার কোনো সুযোগ নেই।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল চেন্নাইন এফসির তরুণ ফরোয়ার্ড রহিম আলির সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। পুরোনো দল ছেড়ে লাল-হলুদে আসতে ও নাকি যথেষ্ট আগ্ৰহী তিনি। কিন্তু তাকে নিয়ে ও এখনো কোনো ঘোষণা করা হয়নি ক্লাবের তরফে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন