হাতে মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই কলিঙ্গ সুপার কাপের ফাইনালে (Kalinga Super Cup Final) মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও ওডিশা এফসি। এই টুর্নামেন্ট জিতলেই পরবর্তীতে এএফসি কাপ খেলার ছাড়পত্র উঠে আসবে জয়ী দলের কাছে। তাই কেউ যে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা কিন্তু বলাই চলে।
টুর্নামেন্টের মধ্যে এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো দলগুলিকে পেছনে ফেলে টুর্নামেন্টের ফাইনালে এসেছে সার্জিও লোবেরার ওডিশা। এবার সেই জয়ের ধারা বজায় রেখেই কাপ জেতার লক্ষ্য থাকবে তাদের। গতবারের তুলনায় আমূল বদল এসেছে এবারের এই দলে। লোবেরা দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক দাপুটে ফুটবল নিয়ে শক্তিশালী হয়েছে এই দল।
যার দরুন ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো স্থানে রয়েছে দল। এমন কি গতবারের পর এ বছরও সুপার কাপ চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে ওডিশা। এখনো টানা ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। তাই সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে জেরীদের। সেইমতো আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফল ও দিয়াগো মরিসিওর মতো বিদেশিদের প্রথম একাদশে রেখেই লড়াই করতে চাইবেন এই স্প্যানিশ কোচ। অন্যদিকে, নিজেদের সীমিত শক্তি নিয়ে লড়াই করতে মরিয়া কার্লোস কুয়াদ্রাত। নাওরেমরা জাতীয় দলের দায়িত্ব পালন করে এসে দলের অনুশীলনে যোগ দিলেও আদৌ মাঠে নামবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়।
তবে এই ম্যাচ ঘিরে অনেক আগে থেকেই চরম উন্মাদনা দেখা দিয়েছে ভুবনেশ্বরে। আজ সময় যতই এগিয়েছে টিকিট সংগ্রহের জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। দেখা গিয়েছে দুই দলের সমর্থকদেরই। যার দরুন গেদার বিক্রি হচ্ছে ইস্টবেঙ্গল ও উড়িষ্যার সিট জার্সি থেকে শুরু করে পতাকা ও স্কার্ফ। আজকের এই জয় নিয়ে যথেষ্ট আশাবাদী দুই দলের সমর্থকরা। সকলেরই বক্তব্য, দল নিজেদের পুরনো ছন্দে থাকলে আজ জয় নিশ্চিত। তবে শেষ হাসি কে হাসে তার উত্তর দেবে সময়।