Football: সাত সেকেন্ডে গোল, ওয়ান্ডার কিডের উত্থান, আন্তর্জাতিক ফুটবলে দুই বড় ম্যাচ

football brazil vs england

দুই ম্যাচে দুই বিস্ময়। একটি ম্যাচে (Football) কিক অফ হতে না হতেই হল গোল। ৭ সেকেন্ডের (Germany vs France) মাথায় গোল দেখল আন্তর্জাতিক ফুটবল মহল। অন্য একটি ম্যাচে (Brazil vs England) গোল করে দলকে জেতালেন ১৭ বছর বয়সী এক তরুণ।

এদিকে শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে লাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। ইংল্যান্ডের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচটি একমাত্র গোলে জিতেছে সেলেকাও দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৮০ মিনিটে জয়সূচক গোলটি করে ব্রাজিল।

   

গোল করেন টিনএজ সেনসেশন এনড্রিক। ওয়েম্বলিতে সিনিয়র ম্যাচে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হয়েছেন এনড্রিক। একই সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের কাছে হারের পর এটাই ইংল্যান্ডের প্রথম হার।

বেশ কিছুদিন ধরেই খারাপ ফর্মে থাকা ব্রাজিলকে দারুণ আত্মবিশ্বাস জোগাচ্ছে এই জয়। নিজেদের শেষ তিন ম্যাচের সবকটিতে পরাজিত হওয়ার পর ব্রাজিল নিজেদের তরুণ স্কোয়াডের ওপর আস্থা রেখেছিল। সেলেকাওদের পরবর্তী ম্যাচ চলতি মাসের ২৭ তারিখে ইউরোপিয়ান জায়ান্ট স্পেনের বিপক্ষে।

একই সঙ্গে আগের দিন প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। এল সালভাদরের বিপক্ষে তিন গোলে জিতেছে তারা। আর্জেন্টিনার হয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোমেরো, এনজো ফার্নান্দেস ও জিওভানি লো সেলসো। তাদের পরের ম্যাচ ২৭ তারিখ কোস্টারিকার বিপক্ষে।

গতকাল আরেকটি বড় প্রীতি ম্যাচে বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে হারিয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। একপেশে ম্যাচে দুই গোলে জিতে নেয় জার্মানরা। ম্যাচের প্রথম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজ এবং ৪৯ মিনিটে কাই হাভার্টজ গোল করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন