দ্রাবিড়ের আসনে গম্ভীর? সময়ের অপেক্ষা নাকি গুজব? জেনে নিন সত্যিটা

gautam gambhir also can apply for team india head coach

রাহুল দ্রাবিড়ের পরবর্তী ভারতীয় ক্রিকেট টিমের কোচের দৌড়ে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা নাকি সময়ের অপেক্ষা। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের সূত্র ধরে জানা গিয়েছে যে, এই মাসের শেষেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে গৌতম গম্ভীরের নাম, শুধু তাই নয় গম্ভীর নাকি বাকি সাপোর্ট স্টাফদের নির্বাচন করতে পারবে।

Advertisements

গত বছর এক দিনের বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তখন এক বছরের জন্য সেই চুক্তি বৃদ্ধি করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। আর ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করতে রাজি নন তিনি। কোচ হওয়ার জন্য আবেদন করেননি বলেই শোনা যাচ্ছে। অন্য দিকে, গম্ভীর কোচ হতে পারেন বলে শোনা যাচ্ছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর। তাঁর হাত ধরেই তৃতীয় বার ট্রফি জিতল কলকাতা। আগামী দিনে তাঁর নাম যদি কোচ হিসাবে ঘোষণা করা হয়, তা হলে তিনিই ঠিক করবেন তাঁর সহকারী কারা হবেন। সে ক্ষেত্রে দ্রাবিড়ের সঙ্গে কাজ করা বিক্রম রাঠৌর, পরশ মামব্রে, টি দিলীপদের সরিয়ে দেওয়া হবে।

Advertisements

আরও জানা গিয়েছে যে আগামী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেডস্যারের ভূমিকায় থাকবেন তিনি। তবে এর আগে তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা নেই। মেন্টর হিসাবে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছিলেন।