Gautam Gambhir: দু’জনের সঙ্গে আলাদা করে কথা বললেন গম্ভীর, একজন শিবম দুবে

ভারতীয় দলের নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) শ্রীলঙ্কায় (IND vs SL) পা রাখার একদিন পরেই দায়িত্ব পালন করা শুরু করেছেন। আগামী ২৭ জুলাই…

gautam gambhir said aout this to harshit rana

ভারতীয় দলের নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) শ্রীলঙ্কায় (IND vs SL) পা রাখার একদিন পরেই দায়িত্ব পালন করা শুরু করেছেন। আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে, অন্যদিকে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। 

Mohun Bagan: বাস্তব রায়কে ফেরানোর পথে মোহনবাগান?

   

খেলোয়াড়দের হালকা অনুশীলন করেছেন। যার মধ্যে ফিল্ডিং অনুশীলন, দৌড় ও বল ক্যাচিং অনুশীলন অন্তর্ভুক্ত ছিল। এ সময় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলতে দেখা যায় দলের খেলোয়াড়দের। ব্যাটিং অনুশীলনে থাকা সঞ্জু স্যামসনের সঙ্গে কথা বলার পর মাঠে অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে সময় কাটান গম্ভীর। শিবম দুমের সঙ্গে আলাদা করে কথা বলেছেন কোচ। গম্ভীর স্যামসনকে কিছু ব্যাটিংয়ের টিপসও দিয়েছিলেন। 

জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের ভারতীয় দলের সদস্য ছিলেন স্যামসন, তবে টুর্নামেন্ট চলাকালীন তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। শ্রীলঙ্কা সফরে গম্ভীরের কোচিং স্টাফে রয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার ও ডাচ ব্যাটসম্যান রায়ান টেন দাসকাতে। এই ত্রয়ী সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২৪ শিরোপা জিততে সহযোগিতা করেছিলেন। 

Cleiton Silva: দিমি-ডেভিড থাকলেও ক্লেইটন দেবেন নিজের সেরাটা

দ্রাবিড়ের সাপোর্ট স্টাফের অন্যতম সদস্য ফিল্ডিং কোচ টি দিলীপ দলের সঙ্গেই রয়েছেন। এছাড়া বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গে যুক্ত সাইরাজ বাহুতুলে এই সফরে অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।