কেকেআর বোলারকে গম্ভীর বলেছিলেন ‘মেরে কো তেরে পে ট্রাস্ট হ্যায়’

gautam gambhir said aout this to harshit rana

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদব ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক এবং ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এই দুই দলে অনেক নতুন খেলোয়াড় জায়গা পেয়েছেন। হর্ষিত রানা (Harshit Rana) ও রিয়ান পরাগের মতো তরুণ খেলোয়াড়রা প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা করে নিতে পেরেছেন।

হার্দিকের ডানা ছাঁটলেন গম্ভীর! দল থেকে বাদ একের পর ক্রিকেটার, বোর্ডের বড় ঘোষণা

   

২২ বছর বয়সী দিল্লির এই পেসার জুনিয়র লেভেল থেকে কঠোর পরিশ্রম করলেও প্রায়ই উপেক্ষিত থাকতেন। কিন্তু চলতি আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ের অভিযানে ১৯ উইকেট নিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে পেরেছেন হর্ষিত রানা।

টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার পর হর্ষিত রানা বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, কিন্তু বয়সভিত্তিক দলে যখনই আমাকে উপেক্ষা করা হতো, আমার মন ভেঙে যেত। ঘরে বসে কাঁদতাম। আমার বাবা (প্রদীপ রানা) কখনও আশা ছাড়েননি।’ তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত কঠোর পরিশ্রমের জন্য যদি তিনজনের নাম আমাকে বলতে হয়, তিনি হলেন আমার বাবা, কোচ অমিত ভান্ডারি স্যার (ভারতীয় ও দিল্লির প্রাক্তন পেসার) এবং গৌতি ভাই (Gautam Gambhir)। কেকেআর ড্রেসিংরুমে গৌতি ভাইয়ের উপস্থিতি খেলার প্রতি আমার দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তন করেছে।’

গ্রেগের খেলার এই বৈশিষ্ট্য মোলিনার কোচিংয়ে হতে পারে কার্যকর

গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নতুন ভারতীয় হেড কোচের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গে হর্ষিত জানিয়েছেন, ‘গৌতি ভাই আমাকে সব সময় বলতেন ‘মেরে কো তেরে পে ট্রাস্ট হ্যায়’। তুমিই ম্যাচ জিতবে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন