কলকাতা নাইট রাইডারস থেকে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) নামকরণ হয় “স্কাই” । গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অন্যতম প্রিয়পাত্র সূর্যকুমার এবার ইডেন গার্ডেন্সে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেললেন। ইংল্যান্ড-এর বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জানালেন নিজের মনের কথাও।
গৌতম গম্ভীর, ফিল সল্ট, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংয়ের মতো ইডেন গার্ডেন্সের প্রতি সূর্যকুমার যাদবও বিশেষভাবে আকৃষ্ট। কারণ এই শহরের ফ্র্যাঞ্চাইজিতে খেলেই আইপিএলে কেরিয়ারের শুরু করেন তিনি । কেকেআর তাকে দ্রুত ভাইস ক্যাপ্টেনও করে নিয়েছিল। পরে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর কলকাতা ফ্র্যাঞ্চাইজিতেই তাঁর “স্কাই” নামটি পরিচিত হয়ে ওঠে।
গৌতম গম্ভীরের প্রিয়পাত্র সূর্যকুমার এবার ইডেন গার্ডেন্সে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলেন। তবে দলের জয় হলেও ব্যাটে রান পাননি তিনি।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের লক্ষ্য ছিল মাত্র ১৩৩ রান। সঞ্জু স্যামসন দুর্দান্ত শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ডান হাতি ব্যাটার আউট হওয়ার পর ক্যাপ্টেন সূর্য তিনে নেমে তিন বলেই শূন্য রানে ফিরে যান। তবে ভারতীয় দল সহজেই জয়লাভ করে এবং পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থাকে।
ম্যাচ শেষে সূর্যকুমার বলছিলেন, “টস জেতার পর আমাদের মধ্যে যে এনার্জি তৈরি হয়েছিল, সেখান থেকেই আমি আত্মবিশ্বাসী ছিলাম।”