IND vs SL: গম্ভীরের এক্সপেরিমেন্টের কারণেই পরাস্ত ভারত? উঠছে একাধিক প্রশ্ন

শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ইতিমধ্যেই তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। তারপর অনেকেই আশা করেছিলেন যে একদিনের ক্রিকেট সিরিজেও হয়ত সেই…

Gautam Gambhir

শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ইতিমধ্যেই তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। তারপর অনেকেই আশা করেছিলেন যে একদিনের ক্রিকেট সিরিজেও হয়ত সেই পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকবে। কিন্তু, তেমনটা একেবারে দেখতে পাওয়া যায়নি। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের এটাই প্রথম ওয়ানডে টুর্নামেন্ট। আর ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এটা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় ব্যর্থতা, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisements

ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্য়াচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের প্রথম একাদশে বেশ কয়েকটি বদল করেছে। প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে উপরের দিকে খেলানো হয়েছিল। কিন্তু, সুন্দর নজর কাড়তে ব্যর্থ হন। মাত্র ৫ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। দ্বিতীয় ম্যাচে কোচ এবং অধিনায়ক শিবম দুবেকে চার নম্বরে ব্যাট করতে পাঠান। কিন্তু, শিবম এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।

   

শিবম এবং সুন্দরের ব্যর্থতার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে দলের অভিজ্ঞ ব্যাটাররা যেখানে কঠিন উইকেটে সমস্যার মুখে পড়ছেন, সেখানে দলের তরুণ ব্যাটারদের নিয়ে এমন এক্সপেরিমেন্ট কি আদৌ উচিত হচ্ছে? দ্বিতীয় ম্যাচের শেষে রোহিত শর্মা বলেন যে তিনি মনে করেছিলেন, বাঁ হাতি এবং ডানহাতি ব্যাটারের কম্বিনেশন এই উইকেটে সহজেই সিঙ্গলস চুরি করতে পারবে। কিন্তু, সেটা হয়নি। এই সিরিজের প্রথম দুটো ম্যাচে রোহিত শর্মা একই স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু, সফল হতে পারেননি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ ভারতের পক্ষে আর জেতা সম্ভব নয়। বড় জোর এই সিরিজটা টাই হতে পারে। কারণ সিরিজের প্রথম ম্যাচটা টাই হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করে। ভারতের সামনে আপাতত সিরিজ ড্র করার রাস্তাই খোলা আছে। এই পরিস্থিতিতে তৃতীয় একদিনের ম্যাচে জয়লাভ করে টিম ইন্ডিয়া কিছুটা হলেও নিজেদের মুখরক্ষা করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।