গৌতম গম্ভীর (Gautam Gambhir) হেড কোচ হওয়ার পর দলের সাপোর্ট স্টাফ কারা হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। অনেক প্রাক্তন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে সাপোর্ট স্টাফের অংশ হতে পারেন অভিষেক নায়ার ও রায়ান টেন দাসকাটে।
ওই ক্যাচটা ফেললেও কি সূর্যকুমারকে অধিনায়ক করা হতো? জানুন সম্ভাবনা ছিল কতটা
ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা নায়ার এবং ডাচ অলরাউন্ডার দাসকাটে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) গম্ভীরের সঙ্গে কাজ করেছিলেন। গম্ভীর প্রকাশ্যে দাসকাটেকে দলের সঙ্গে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মনে করা হচ্ছে, রাহুল দ্রাবিড়ের আমলে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা টি দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।
গম্ভীর বোলিং কোচ হওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার বিনয় কুমার, লক্ষ্মীপতি বালাজি এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মরনে মরকেলের নাম সুপারিশ করেছেন বলে খবর। শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হওয়ার দৌড়ে বিনয় কুমার ও বালাজিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন মরকেল। কেকেআরে বিনয় ও বালাজির সঙ্গে কাজ করেছেন গম্ভীর, লখনউ সুপারজায়ান্টে গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মরকেল।
🚨 BCCI to formally announce the new support staff of Team India’s head coach Gautam Gambhir in a Press Conference to be held on Monday.
▪️Batting Coach – Abhishek Nayar
▪️Bowling Coach – Morne Morkel
▪️Assistant Coach – Ryan Ten DoeschateWe wish all the best to Ex-Knights🙌 pic.twitter.com/OwbVBEtN8Y
— KKR Vibe (@KnightsVibe) July 20, 2024
অনুমোদন পেলে অস্ট্রেলিয়ার জো ডোয়েসের পর প্রথম বিদেশি বোলিং কোচ হবেন মরকেল। ডানকান ফ্লেচারের আমলে ২০১২ সালে ইংল্যান্ড সফর পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন জো। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন মরকেল।
রোহিত পড়েছিলেন ১২ পর্যন্ত, সূর্যকুমারের পড়াশুনা কত দূর? জেনে নিন
২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২২ জুলাই মুম্বই থেকে চার্টার্ড বিমানে কলম্বোর উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। নায়ার এবং দিলীপও দলের সঙ্গে যোগ দিতে পারেন, তবে দাসকেট কবে দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়।