রাহুল দ্রাবিড় যদি ভারতীয় দলের (Team India) হেড কোচের জন্য ফের আবেদন না করেন, তাহলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান তথা অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে তাঁর সেরা বিকল্প হিসেবে দেখছে ক্রিকেট প্রেমীদের একাংশ। তবে তিনি নিজে টিম ইন্ডিয়ার কোচ হতে কতটা আগ্রহী সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। গৌতম গম্ভীরও (Gautam Gambhir) ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। একাংশের মধ্যে প্রশ্ন, গম্ভীর কি হতে পারবেন ভারতের জাতীয় দলের কোচ?
IPL 2024: ‘ঠান্ডা ঘরে বসে বলা খুব সহজ’, জ্বলে উঠলেন গম্ভীর
ভারতের ক্রিকেট নিয়ামক বোর্ড বিসিসিআই সচিব জয় শাহ সাফ জানিয়ে দিয়েছেন, বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ থাকবে না। এমন পরিস্থিতিতে তিন ফরম্যাটের জন্য একজনই কোচ নিয়োগ করতে পারে বোর্ড। যিনি সাড়ে তিন বছর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলাবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনিও আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৭ মে নির্ধারণ করেছে বিসিসিআই।
কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নিউজিল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং-এর নাম বিবেচনা করছে। ফ্লেমিং এই পদের জন্য আবেদন করেন কি না সেটাও দেখতে হবে। ২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব পালন করা ফ্লেমিংকে দ্রাবিড়ের পরিবর্তে সঠিক প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বলে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। সামনে ভারতীয় দলে বড় পরিবর্তন দেখা যেতে পারে। এমন পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ফ্লেমিংয়ের। সিএসকে-তে তাঁর ট্র্যাক রেকর্ডও চোখে পড়ার মতো।
Team India Head Coach নিয়ে বড় আপডেট, দৌড়ে নেই ভারতের দুই কিংবদন্তি!
কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে গৌতম গম্ভীর মাঠের বাইরে থেকে উল্লেখযোগ্য কাজ করেছেনা। তাঁর অধিনায়কত্বে দু’বার কেকেআরকে চ্যাম্পিয়ন হয়েছে। গত দু’মরসুমে লখনউকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন। গম্ভীরের পরিচালনার দক্ষতা অসামান্য। কিন্তু তিনি নিজে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য কতটা আগ্রহী সেটাও একটা প্রশ্ন। তবে তিনি আবেদন করতেই পারেন।
অন্য দিকে জাস্টিন ল্যাঙ্গার একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে তাঁর কোনও আপত্তি নেই। তবে ভারতের কোচ হওয়া মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে।