Sunday, December 7, 2025
HomeSports NewsGaurav Shaw: সুহেলের পেনাল্টি সেভ করা কে এই গৌরব? জেনে নিন

Gaurav Shaw: সুহেলের পেনাল্টি সেভ করা কে এই গৌরব? জেনে নিন

- Advertisement -

পেনাল্টি সেভ করে ম্যাচের অন্যতম স্টার গৌরব শ (Gaurav Shaw)। সায়ন, শ্যামলদের মাঝে ইস্টবেঙ্গলের গৌরবের অবদান ছোটো করার মতঅবস্থায় না। কিন্তু কে এই গৌরব? ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলার আগে কতটা পথ পাড়ি দিয়েছিলেন তরুণ এই গোলকিপার?

আরএফডিএল-এর আগের ডার্বিতে ৫-১ গোলে জয় পেয়েছিল মোহনবাগান। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল জর টক্কর দিয়েছে বাগানকে। ম্যাচের শুরু থেকে গোল করার অন্য চেষ্টা করেছিল দুই দল। বাগানের কিছুটা অবিন্যস্ত খেলার সুযোগ নিয়ে আক্রমণ গড়ে তোলার কিছু চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু বিরতির আগে পর্যন্ত খেলার স্কোর ছিল ০-০।

   

দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ পুরোপুরি চলে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলের পক্ষে খেলা শেষ হয় ২-০ গোলে। আগের ডার্বিতে ৫ গোল খাওয়ার পর এবার ২-১ গোলে জয়। বসন্ত উত্সবের ঠিক আগে মোহনবাগানকে পাল্টা দিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে গোল করে নায়কের তকমা পেতে শুরু করেছেন সায়ন ব্যানার্জী ও শ্যামল বেসরা।

আরও একজনের কথা না বললেই নয়, তিনি লাল হলুদের গোলরক্ষক গৌরব শ। বড় ম্যাচের চাপ নিয়ে খেলেছেন খুব সহজে। ঠাণ্ডা মাথায় বাঁচিয়েছে পেনাল্টি। গৌরব প্র্যাকটিস করেন উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে। সেখান থেকে উত্থান। ইস্টবেঙ্গল আসার আগে ছিলেন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে। ফলো করেন গুরপ্রীত সিং সান্ধু, দেবজিত মজুমদারের খেলা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular