HomeSports Newsচুক্তি দ্বন্দ্বে অনিশ্চিত ISL! কোন পথে ভারতীয় ফুটবল?

চুক্তি দ্বন্দ্বে অনিশ্চিত ISL! কোন পথে ভারতীয় ফুটবল?

- Advertisement -

ভারতীয় ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। কারণ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) মধ্যে চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। ১৫ বছরের পুরনো মাস্টার রাইটস এগ্রিমেন্টের (MRA) মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তেমন কোন আলোচনা হয়নি। তাই আইএসএলের ভবিষৎ কি? সেই নিয়ে চিন্তা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

গত কয়েক মাস ধরে ফেডারেশন ও এফএসডিএল নিজেদের আলাদা প্রস্তাব পেশ করেছে। কিন্তু উভয় পক্ষের মতামত কার্যত বিপরীতমুখী। FSDL, যা ইন্ডিয়ান সুপার লিগ (ISL) পরিচালনা করে। তারা প্রস্তাব দিয়েছে একটি নতুন হোল্ডিং কোম্পানি গঠনের, যেখানে লিগ, ক্লাব, ফেডারেশন এবং FSDL শেয়ারহোল্ডার হবে। অন্যদিকে, সর্ব ভারতীয় ফুটবল সংস্থা চায় সরাসরি নগদ চুক্তি, যেখানে বছরে ৫০ কোটি টাকার গ্যারান্টি থাকবে এবং প্রতি বছর পাঁচ শতাংশ করে বৃদ্ধি পাবে।

   

এআইএফএফ সংবিধান মামলায় আজ সুপ্রিম রায়ে ফুটবলের ভবিষ্যৎ

বর্তমানে ফেডারেশনে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি স্পষ্টভাবে আগেই জানিয়েছিল তারা এফএসডিএলকে লিগ পরিচালনার ১০ বছরের অনুমোদন দিতে প্রস্তুত এবং পূর্ণ বাণিজ্যিক স্বাধীনতা দিতে রাজি। তবে এই প্রস্তাবে শুধু শীর্ষ স্তরের লিগের রাইটস অন্তর্ভুক্ত, জাতীয় দল বা অন্যান্য টুর্নামেন্ট নয়। এই অবস্থানকে FSDL অগ্রহণযোগ্য বলেই জানিয়েছে।

তাদের তরফে বলা হয়েছে, “একটি স্থায়ী ও টেকসই লিগ কাঠামো তৈরি না হলে ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিশ্চিত করা অসম্ভব। বিশ্বমানের লিগ গভার্ন্যান্স স্ট্রাকচারের সঙ্গে সামঞ্জস্য না থাকলে ক্লাবগুলির বিনিয়োগ সুরক্ষিত থাকবে না।” FSDL দাবি করেছে, তারা ইতিমধ্যে ৫০০০ কোটির বেশি বিনিয়োগ করেছে ফুটবল ইকোসিস্টেমে, কিন্তু তার কোনও আর্থিক রিটার্ন তারা পায়নি। এমন পরিস্থিতিতে ফেডারেশনের প্রস্তাব তাদের পক্ষে আর্থিকভাবে অগ্রহণযোগ্য।

একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “সর্ব ভারতীয় ফুটবল সংস্থার প্রস্তাবে ISL ছাড়া অন্য সব ফুটবল সম্পত্তির (জাতীয় দল, বাকি প্রতিযোগিতা) রাইটস তারা নিজের কাছে রাখছে।” ভারতীয় ফুটবলের শীর্ষ সংস্থা আরও দাবি করেছে, ভবিষ্যতে কোনও দল বিক্রি হলে বা লিগ সম্প্রসারণ হলে তার মুনাফার পাঁচ শতাংশ অংশ তাদের দিতে হবে।

এই অনিশ্চয়তার মাঝেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী প্রকাশ্যে জানিয়েছেন, “বর্তমানে ভারতীয় ফুটবলের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক। পুরো ফুটবল ইকোসিস্টেম এখন হতাশ, আঘাতপ্রাপ্ত এবং আতঙ্কিত।” বিশেষজ্ঞদের মতে, এই দ্বন্দ্ব দ্রুত মিটতে না পারলে ভারতীয় ফুটবলের উন্নয়ন রীতিমতো থমকে যাবে। ক্লাবগুলোর দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রশ্নের মুখে পড়বে এবং খেলোয়াড়দের ক্যারিয়ারও অনিশ্চিত হয়ে পড়বে।

FSDL rejected a proposal from AIFF where calls for comprehensive approach to ISL structure in Indian Football

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular