কলকাতায় ব্রাত্য বাঙালি সাড়া জাগিয়েছেন এবারের ISL-এ

Ankit Mukherjee

কলকাতার ছেলে কলকাতাতেই ব্রাত্য। শহরের একাধিক নামী ক্লাবে সুযোগ পেলেও কোথাও স্থায়ী হননি। শেষে দক্ষিণ ভারতীয় ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। এবারের ইন্ডিয়ান সুপার লীগে ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছেন অঙ্কিত মুখার্জি (Ankit Mukherjee)।

Advertisements

অঙ্কিত মুখার্জি কলকাতা ফুটবল প্রেমীদের কাছে পরিচিত। বিশেষত ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুবাদে আলোচনায় উঠে এসেছিলেন ব্যাপকভাবে। অনেক প্রত্যাশা নিয়ে লাল হলুদ শিবিরে সই করেছিলেন। যেমনটা ভেবেছিলেন তেমনটা সুখকর হয়নি ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা। দলের অফ ফর্মের সঙ্গে তিনিও খুব একটা ধারাবাহিক ছিলেন না। ক্রমে বিভিন্ন কারণে হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের বিরাগভাজন।

২০২১-২৩ মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলার হিসেবে নিযুক্ত ছিলেন অঙ্কিত মুখার্জি। এরপর ২০২৩ এর ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নেয় চেন্নাইন এফসি। এই ক্লাবের হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে ফুটবল খেলছেন এই বঙ্গ তনয়।

Advertisements

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ প্রসঙ্গে প্রকাশিত স্ট্যাট অনুযায়ী, টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবথেকে বেশিবার ইন্টারসেপসন করার ব্যাপারে অন্যতম অঙ্কিত মুখার্জি। ইতিমধ্যে মোট এগারোবার ইন্টারসেপসন করেছেন। প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।