খুব সহজেই সুযোগ পাবে জাতীয় স্তরে? বিনামূল্যে ফুটবল অ্যাকাডেমি

দেশের তরুণ ফুটবল (Indian Football)  প্রতিভা বিকাশের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক অ্যাকাডেমি চালু করল ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া (Bhawanipur FC Pro India)। মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সহযোগিতায় এই অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। টেকনিক্যাল সহায়তা পাচ্ছে লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়া থেকে।

Advertisements

 

   

ভবানীপুর এফসির কর্ণধার সৃঞ্জয় বোস জানান, এই প্রকল্পের মাধ্যমে কোনওরকম আর্থিক চাপ ছাড়াই তরুণ ফুটবলাররা তাদের খেলায় মনোযোগ দিতে পারবেন। অ্যাকাডেমি অনূর্ধ্ব ১১, ১৩ এবং ১৫ বছরের প্রতিটি বিভাগ থেকে ২৫ জন করে ফুটবলার নির্বাচন করবে। তারা লা লিগা অ্যাকাডেমি অফ স্কুলসের টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসালের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেবেন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত ভবানীপুরের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

Advertisements

 

এছাড়াও চলতি মাসে ভবানীপুর ক্লাব তাদের সন্তোষজয়ী বাংলা দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে এবং পুরস্কার হিসেবে দলকে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ভবানীপুর ক্লাবের ৫ ফুটবলার এই সন্তোষজয়ী দলে ছিলেন মদন মান্ডি, বাসুদেব মান্ডি, রবিলাল মান্ডি এবং বিক্রম প্রধান। টুটু বোস মঞ্চে এই ঘোষণাও করেন যে, তরুণ ফুটবল প্রতিভাদের তুলে আনতে নতুন অ্যাকাডেমি গড়ে তোলা হবে এবং তারই ফলস্বরূপ এই বিনামূল্যে অ্যাকাডেমি চালু হল।