মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারেন জুভেন্তাসের প্রাক্তন ফুটবলার

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL 2) খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এশিয়ান প্রতিযোগিতায় মোহনবাগানের গ্রুপ। বাগান রয়েছে ‘পট থ্রি’-তে।…

Francesco Margiotta

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL 2) খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এশিয়ান প্রতিযোগিতায় মোহনবাগানের গ্রুপ। বাগান রয়েছে ‘পট থ্রি’-তে। এই গ্রুপের অন্যতম কঠিন প্রতিপক্ষ হতে পারে তাজিকিস্তানের FC Istiklol।

একমাসও হয়নি ডিভোর্স, নতুন প্রেমে মজলেন হার্দিক? জল্পনা তুঙ্গে

   

নিজেদের দেশের ভয়ঙ্কর ফর্মে রয়েছে এই ক্লাব। বিগত কয়েক মরশুম ধরে পরপর জিতেছে টুরনামেন্ট। এই ক্লাবের হয়ে খেলেন জুভেন্তাসের এক প্রাক্তন ফুটবলার। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও খেলতে পারেন তিনি। ফুটবল ক্লাব ইস্টিকলের স্কোয়াডে রয়েছে জুভেন্তাসের প্রাক্তন ফুটবলার ফ্রান্সিসস্কো মারগিওত্তা (Francesco Margiotta)। ৩১ বছর বয়সী ফুটবলার তাঁর ক্লাব ফুটবল কেরিয়ারের শুরুর দিকে ছিলেন জুভেন্তাসে। জুভেন্তাসের যুব দল থেকেই তাঁর উত্থান। পরে খেলেছেন একাধিক ক্লাবের হয়ে।

২০১২-২০১৮ পর্যন্ত যুক্ত ছিলেন জুভেন্তাসের সিনিয়র দলের সঙ্গে। কিন্তু এই সময়কালের মধ্যে বেশিরভাগ সময় লোনে খেলেছিলেন অন্যান্য ক্লাবের হয়ে। ইতালির লোয়ার লিগে বহু ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। সুইৎজারল্যান্ডের ফুটবল লিগেও খেলেছেন বহু ম্যাচ। তাজিকিস্তানের FC Istiklol-এ যোগ দিয়েছেন চলতি বছরে। ইতালির অনূর্ধ্ব ১৯ দলের হয়েও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফ্রান্সিসস্কো মারগিওত্তা তাজিকিস্তানের ক্লাবের জার্সিতে ইতিমধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।

বুধেই লাল-হলুদ জার্সিতে অভিষেক আনোয়ারের? অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Francesco Margiotta (@francescomargiotta19)

তাজিক লিগে রেকর্ড বারবার চ্যাম্পিয়ন হয়েছে এই ক্লাব। ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত টানা ১০বার চ্যাম্পিয়ন হয়েছে এফসি ইস্টিকল। ২০১৪ সালের আগে ২০১০, ২০১১ মরসুমে তাজিক লিগ সেরা হয়েছিল FC Istiklo। এফসি ইস্টিকল তাজিকিস্তান কাপ জিতেছে রেকর্ড দশবার। তাজিক সুপার কাপ ক্লাবে এসেছে বারোবার। টিএফএফ কাপ জিতেছে ছ’বার। ২০২৩ সিজনে দু’টি টুর্নামেন্ট সেরা হয়েছিল এফসি ইস্টিকল।