ফ্রান্সের বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা, দলে ফিরলেন এমবাপ্পে ও কামাভিঙ্গা

প্যারিস, ৩ অক্টোবর ২০২৫: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রাখতে প্রস্তুত ফ্রান্স।  কোচ দিদিয়ের দেশঁ বৃহস্পতিবার অক্টোবর আন্তর্জাতিক বিরতির জন্য ২৩…

France Squad for 2026 World Cup Qualifiers

প্যারিস, ৩ অক্টোবর ২০২৫: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রাখতে প্রস্তুত ফ্রান্স।  কোচ দিদিয়ের দেশঁ বৃহস্পতিবার অক্টোবর আন্তর্জাতিক বিরতির জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা (France Football Team) করেছেন। এবার দলে বড় চমক হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জঁ-ফিলিপ মাতেতা।

Advertisements

আগামী ১০ অক্টোবর আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ফ্রান্স, এরপর ১৩ অক্টোবর রেইকিয়াভিকে আইসল্যান্ডের মুখোমুখি হবে লে ব্লু। বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে ফ্রান্স ইতিমধ্যেই আইসল্যান্ডকে ২-১ এবং ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে।

   

France Football Team: ইনজুরিতে ভোগাচ্ছে ফ্রান্সকে

ওসমান দেম্বেলে, দেজিরে দুএ, রায়ান চেরকি, র‌্যান্ডাল কলো মুয়ানি ও মার্কাস থুরাম সবাই চোটের কারণে বাইরে। ফলে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে ছাড়া দেশঁর হাতে তেমন বিকল্প ছিল না। এই কারণেই মাতেতাকে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

France Football Team: মিডফিল্ডে বড় ফেরা

রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরলেন। তিনি সর্বশেষ খেলেছিলেন উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
অন্যদিকে, অরেলিয়েন চুয়ামেনি দুই ম্যাচের জন্য উয়েফার নিষেধাজ্ঞায় থাকায় তাকে দলে রাখা হয়নি।

ডিফেন্সে সলিবার প্রত্যাবর্তন

আর্সেনালের উইলিয়াম সলিবা গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন। সম্প্রতি গনার্সের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন এই সেন্টার-ব্যাক। এবার জাতীয় দলে তিনি জায়গা নিয়েছেন মার্সেইয়ের বেঞ্জামিন পাভার্দের পরিবর্তে।

ফ্রান্সের স্কোয়াড – অক্টোবর আন্তর্জাতিক বিরতি

গোলরক্ষক: লুকাস শেভালিয়ের (পিএসজি), মাইক মেনিয়ঁ (এসি মিলান), ব্রিস সাম্বা (রেঁনেস)
ডিফেন্ডার: লুকাস দিন (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), লুকাস হার্নান্দেজ (পিএসজি), থিও হার্নান্দেজ (আল-হিলাল), উইলিয়াম সলিবা (আর্সেনাল), দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), মানু কোনে (রোমা), মিশায়েল ওলিসে (বায়ার্ন মিউনিখ), আদ্রিয়েন রাবিও (মিলান), খেফরেন থুরাম (জুভেন্টাস)
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), কিংসলে কোমান (আল-নাসর), হুগো একিতিকে (লিভারপুল), জঁ-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), ক্রিস্টোফার এনকুনকু (মিলান)