HomeSports Newsব্রঙ্কো টেস্টে কাঁপছে গিল-সিরাজরা! সতর্ক করলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক

ব্রঙ্কো টেস্টে কাঁপছে গিল-সিরাজরা! সতর্ক করলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক

- Advertisement -

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ফিটনেসের মান আরও উন্নত করতে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে বিসিসিআই (BCCI)। দীর্ঘদিন ধরে চলে আসা ‘ইয়ো-ইয়ো’ ও ‘২ কিলোমিটার টাইম ট্রায়াল’র পাশাপাশি এবার সংযোজন হল ‘ব্রঙ্কো টেস্ট’ (Bronco Test)। এই টেস্ট নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স (AB de Villiers) ব্রঙ্কো টেস্ট সম্পর্কে জানিয়েছেন, “সবচেয়ে জঘন্য ফিটনেস পরীক্ষা।” তার কথায়, এই পরীক্ষায় শরীর ও মন দু’টোই চরম চাপে পড়ে। এমনকি একবার তিনি বলেই ফেলেছেন, “এটায় প্রাণ বেরিয়ে যায়!”

   

মূলত রাগবি খেলোয়াড়দের জন্য তৈরি এই ফিটনেস টেস্টে খেলোয়াড়দের একাধিক শাটল রান করতে হয়। ২০ মিটার, ৪০ মিটার এবং ৬০ মিটার করে। এই তিন ধাপ একত্রে একটি সেট। এভাবে মোট পাঁচ সেট দৌড়াতে হয়, কোনও রকম বিরতি ছাড়াই। পুরো প্রক্রিয়া শেষ করতে হয় ৬ মিনিট সময়ের মধ্যে।

ভারতের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আড্রিয়ান লে রু এই পরীক্ষা চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, ভারতীয় দলের বিশেষ করে ফাস্ট বোলারদের ফিটনেসে উন্নতির জন্য এই অতিরিক্ত চাপ দেওয়া প্রয়োজন। নিজের ইউটিউব চ্যানেলে ডি’ভিলিয়ার্স বলেন, “১৬ বছর বয়স থেকে আমি এই পরীক্ষা দিয়ে আসছি। প্রথমে বুঝতেই পারিনি এটা কী। পরে যখন দল জানায়, তখন ভয় পেয়ে গিয়েছিলাম।”

তিনি আরও জানান, প্রিটোরিয়ার সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার শীতের সকালে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উঁচুতে দাঁড়িয়ে যখন অক্সিজেন কম, তখন এই টেস্ট দেওয়া ছিল “জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একট‍ি।” ডি’ভিলিয়ার্স এটাকে দক্ষিণ আফ্রিকায় ‘স্প্রিন্ট রিপিট অ্যাবিলিটি টেস্ট’ নামেও চেনেন। তার মতে, এই পরীক্ষায় শুধু ফিজিক্যাল স্ট্যামিনা নয়, রিকভারি অ্যাবিলিটিও পরখ করা হয়, যা ম্যাচ ফিটনেসে বড় ভূমিকা রাখে।

ভারতীয় দলের আর এক প্রাক্তন ক্রিকেটার, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন কিন্তু এই হঠাৎ বদলে সায় দিচ্ছেন না। তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’ বলেন, “ট্রেনার বদলালে, ট্রেনিং পদ্ধতিও বদলায়। সেটা প্লেয়ারদের জন্য খুব একটা সহজ নয়। এতে ইনজুরির ঝুঁকি বাড়ে।”

ব্রঙ্কো টেস্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়েছে, এই ফিটনেস টেস্ট কি তবে ২০২৭ বিশ্বকাপের দল গঠনের প্রস্তুতি? এমনকি কিছু রিপোর্ট বলছে, রোহিত শর্মাকে দলে না রাখার ক্ষেত্রেও এই ফিটনেস টেস্ট একটি ‘অস্ত্র’ হতে পারে বিসিসিআইয়ের জন্য। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন টেস্টে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে ওঠে সিনিয়রদের জন্য।

Former South Africa Captain AB de Villiers warning to Indian Cricket Team for fitness challenge Bronco Test

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular