Shubman Gill: গিলের সপক্ষে পাকিস্তানের প্রাক্তনী দানিশ কানেরিয়া।

danish kaneria shubman gill

ভারতের দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারান শুভমন গিল (Shubman Gill)। স্কট বোলান্ডের বল গিলের ব্যাট ছুঁয়ে ধরা দেয় স্লিপে দাঁড়ানো ক্যামেরন গ্রীনের হাতে। অস্ট্রেলিয়ার অধিকাংশই ক্যাচটিকে স্বীকৃতি দিলেও ক্রিকেট মহলের অনেকেই তা করেনি। এবার সে খাতায় নাম লেখালেন পাকিস্তানে প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া।

Advertisements

কানেরিয়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “শুভমান গিলকে আউট দেওয়ার ব্যাপারটা খুবই বিতর্কিত। থার্ড আম্পায়ারের উচিত ছিল নট আউট দেওয়া, কারণ এটা খুবই স্পষ্ট যে বলটি ঘাস স্পর্শ করেছে।”

Advertisements

স্লো ওভার রেটের জন্য গোটা দলকে ম্যাচ বেতনের একশো শতাংশ দিয়ে দিতে হয় ফাইন হিসেবে। সমাজ মাধ্যমে গ্রীনের ক্যাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করায় আরো ১৫% ফাইন দিতে হবে বলে ঘোষণা করে আইসিসি।