ওডিশার এই প্রাক্তন উইঙ্গারকে দলে টানছে হায়দরাবাদ এফসি

গত কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যার প্রভাব গিয়ে পড়েছিল ফুটবলার সহ ক্লাবের অন্যান্য কর্মীদের উপর। এই পরিস্থিতির উন্নতি করার…

Cy Goddard

গত কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যার প্রভাব গিয়ে পড়েছিল ফুটবলার সহ ক্লাবের অন্যান্য কর্মীদের উপর। এই পরিস্থিতির উন্নতি করার পরিকল্পনা থাকলেও ট্রান্সফার ব্যানের মতো বিষয় গুলি আরো ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ম্যানেজমেন্টকে। তাই সময় এগোনোর সাথে সাথে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে শুরু করেন দলের হেভিওয়েট ফুটবলাররা। একটা সময় যাদের সামনে রেখে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এই ফুটবল ক্লাব, অর্থনৈতিক পরিস্থিতির চাপে একে একে ছেড়ে দিতে হয় সকলকে।

এমনকি ডুরান্ড কাপ থেকেও নাম তুলে নিতে হয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। পাশাপাশি এবারের আইএসএল খেলা নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে বর্তমানে অনেকটাই বদলেছে পরিস্থিতি। আগত আইএসএল মরসুমের জন্য নয়া ইনভেস্টর পেয়েছে হায়দরাবাদ এফসি। এবার দলের দায়িত্ব পেয়েছে বিসি জিন্দাল গ্ৰুপ। তাঁদের সক্রিয়তায় শেষ মুহূর্তে দল গঠনের কাজে হাত দেয় নিজামের শহরের এই ক্লাব। যেখানে নিজেদের দলের একাধিক ফুটবলারদের রেখেই স্কোয়াড গঠনের পরিকল্পনা নেয় ম্যানেজমেন্ট।

   

তবে শুধু ভারতীয় ফুটবলার নয়। আগত টুর্নামেন্টের কথা মাথায় রেখে আইএসএলের বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়দের দিকে ও নজর ছিল হায়দরাবাদের। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে সাই গডার্ডের নাম। গত মরসুমে সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলেছিলেন এই জাপানি উইঙ্গার। কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দেয় জগন্নাথের রাজ্যের সেই ফুটবল ক্লাব।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী দুইটি মরসুমের জন্য তাঁকেই দলে টানতে চলেছে হায়দরাবাদ এফসি। সেক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে দলের আপফ্রন্ট। আগের সিজনে সেভাবে নজর কাড়তে না পারলেও নয়া মরসুমে হয়তো তাঁর উপরেই ভরসা রাখবেন থাংবোই সিংটো।