প্রয়াত হলেন মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ, শোকের ছায়া ফুটবল মহলে

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গত কয়েক বছরে একাধিক ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পাশাপাশি লিগ শিল্ড…

Former Mumbai City FC Coach Jorge Costa Passes Away

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গত কয়েক বছরে একাধিক ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পাশাপাশি লিগ শিল্ড ও ঘরে তুলেছে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। গত ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সিটি গ্ৰুপের এই ফুটবল ক্লাবের ই দায়িত্ব পালন করেছিলেন পর্তুগিজ কোচ জর্জ কোস্টা (Jorge Costa)। তাঁর তত্বাবধানে প্রায় ৩৯ টি ম্যাচ খেলেছিল মুম্বাই সিটি। এই পর্তুগিজ কোচের তত্ত্বাবধানে দল সেমিফাইনালে গেলেও চূড়ান্ত সাফল্য আসেনি। পরবর্তীতে বিদেশের ক্লাবের দায়িত্বে ফিরে গেলেও তাঁকে মনে রেখেছিল ভারতীয় ফুটবলপ্রেমীরা। গত সোমবার না ফেরার দেশে পাড়ি দিলেন ৫৩ বছরের এই হাইপ্রোফাইল কোচ।

তাঁর প্রয়াণে বর্তমানে শোকের ছায়া ফুটবল মহলে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার এফসি পোর্তোর প্রশিক্ষণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরবর্তীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জর্জ কোস্টা। ঘন্টা কয়েক আগেই সেই নিয়েই শোক প্রকাশ করা হয় মুম্বাই সিটি এফসির তরফে। নিজেদের এক্স হ্যান্ডেলে প্রাক্তন কোচের ছবি আপলোড করে সেখানে লেখা হয় “আমাদের প্রাক্তন কোচ জর্জ কোস্টার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন নেতা, একজন যোদ্ধা এবং মুম্বাই সিটি পরিবারের একজন প্রকৃত অংশ, জর্জ ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আমাদের দলকে নেতৃত্বের দায়িত্বে ছিলেন। এমন কঠিন সময়ে তাঁর জন্য আমাদের তরফ থেকে প্রার্থনা এবং পরিবার পরিজনদের জন্য সমবেদনা। শান্তিতে ঘুমোন, জর্জ।”

   

তবে শুধুমাত্র কোচ নন। একটা সময় ফুটবলার হিসেবে ও গোটা বিশ্বে যথেষ্ট পরিচিত লাভ করেছিলেন কোস্টা। উল্লেখ্য, গত ২০০৪ সালে এফসি পোর্তোকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা। একটি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি একটি উয়েফা ও ইন্টারকন্টিনেন্টাল কাপ সহ ৮টি চ্যাম্পিয়নশিপ, ৫টি পর্তুগিজ কাপ ও ৫টি সুপার কাপ জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisements

একটা সময় এই দলের জার্সিতে মোট ৩৮৩টি ম্যাচ খেলেছিলেন পর্তুগালের এই তারকা। যার মধ্যে ছিল ২৫টি গোলের অনবদ্য রেকর্ড। জানা গিয়েছে, এই হাইপ্রোফাইল তারকাকে শ্রদ্ধা জানিয়ে আগামী বুধবার ড্রেগন স্টেডিয়ামে স্মরন সভার আয়োজন করা হয়েছে।