ভারতীয় দলের জন্য আবেদন মুম্বই সিটির প্রাক্তন কোচের, কবে ঘোষণা?

এবারের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ব্লু টাইগার্সদের (Indian Football Team)। শক্তিশালী কাতারের বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি গুরপ্রীত সিং…

Former Mumbai City Coach Jorge Costa

এবারের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ব্লু টাইগার্সদের (Indian Football Team)। শক্তিশালী কাতারের বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি গুরপ্রীত সিং সিন্ধুরা। যারফলে পরবর্তী রাউন্ডে ওঠা সম্ভব হয়নি ভারতের। এই পরিস্থিতিতে জুনের মাঝামাঝি সময় কোচ ইগর স্টিমাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিছুদিনের মধ্যেই নতুন কোচ নিয়োগের বিবৃতি জারি করা হয় তাদের তরফ থেকে।

এরপর থেকেই জাতীয় দলের জন্য আবেদন করতে শুরু করেন একের পর এক হেভিওয়েট কোচ। তাদের মধ্যেই এবার জাতীয় দলের জন্য আবেদন করেছেন জর্জ কোস্তা। বছর কয়েক আগে ভারতের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসির দায়িত্বে ছিলেন এই পর্তুগিজ কোচ। তাছাড়াও নিজের দেশের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি যুব বিশ্বকাপে সাফল্য থেকেছে এই ম্যানেজারের।

   

পাশাপাশি আবেদনের তালিকায় রয়েছেন আলবার্তো রোকা থেকে শুরু করে হ্যাং এসই ও পার্ক, অ্যালান পারডিউ সহ সাইমন গ্ৰেসন ও স্টাইকোস ভার্গেটিসের মতো বিদেশি ম্যানেজার। উল্লেখ্য, গত আইএসএল মরশুমে পাঞ্জাব এফসির দায়িত্ব পালন করেছিলেন ভার্গেটিস। এছাড়াও ব্রিটিশ ফুটবল ম্যানেজার সাইমন গ্ৰেসনের তত্ত্বাবধানে একবার আইএসএল ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু এফসি। যদিও পরবর্তী মরশুমে তাঁকে ছাঁটাই করে দেয় ম্যানেজমেন্ট।

যতদূর জানা গিয়েছে, সব মিলিয়ে দেশ-বিদেশ থেকে প্রায় ২৯১ টি আবেদন পত্র এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এই জুলাই মাসের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে এআইএফএফ।