Juan Ferrando: ফেরান্দো এবার গ্রিসের ক্লাবে

Juan Ferrando

Advertisements

নতুন ক্লাবের দায়িত্ব নিলেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। গ্রিস সুপার লিগের ক্লাব Panserraikos FC-এর দায়িত্ব নিয়েছেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দো। ২০২১-২০২৪ পর্যন্ত সবুজ মেরুন দলের কোচ ছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল।

   

তারপর যোগ দিয়েছিলেন সাইপ্রাসের ফুটবল ক্লাবে AEK Larnaca ফুটবল ক্লাবে। সেখানেও বেশি দিন টেকেনি চাকরি। দলকে প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেননি হুয়ান ফেরান্দো। ফলত আবারও বিদায়। কিছু দিন আগেই সাইপ্রাসের ক্লাবের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করেছিলেন ফেরান্দো। দিন কয়েক পরেই পেয়ে গেলেন নতুন চাকরি। এবার তিনি Panserraikos FC-এর হেড কোচ।

গ্রিক সুপার লিগে খুব একটা সুবিধাজনকে জায়গায় নেই Panserraikos ফুটবল ক্লাবে। পয়েন্ট তালিকার একবারে শেষে রয়েছে দল। ১৪ দলের টুর্নামেন্টের একেবারে শেষে রয়েছে ফেরান্দোর নতুন ক্লাব। চার ম্যাচ খেলে তিনটিতে পরাজয়, একটি ম্যাচে ড্র। এই পরিস্থিতি থেকে ক্লাবকে টেনে তোলার দায়িত্ব এখন ফেরান্দোর কাঁধে।

Advertisements

গত মরসুমের মাঝমাঝি সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের কোচের পদ ছেড়েছিলেন হুয়ান ফেরান্দো। আইএসএলে নতুন দল পঞ্জাব এফসি-কে হারিয়ে অভিযান শুরু করলেও পরবর্তীতে একের পর এক হেভিওয়েটের সামনে পড়তেই নাস্তানাবুদ হতে থাকে মেরিনার্সরা। সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে কোনরকমে হার বাঁচালেও শক্তিশালী মুম্বই সিটি এফসি হোক কিংবা মানালো মার্কেজের এফসি গোয়া, মোহনবাগানের হতশ্রী পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

হুয়ানের বয়স এখন ৪৩। আগামী দিনে কোচিং কেরিয়ারে আরও দীঘ পথ তাঁকে অতিক্রম করতে হবে। ইতিমধ্যে একাধিক ক্লাবে প্রশিক্ষকের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একাধিক খেতাব জয় করেছিলেন তিনি। মোহনবাগানের হয়ে ফেরান্দো জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ (২০২২-২৩) ও ডুরান্ড কাপ (২০২৩)।