শিল্ড জয়ের জন্য মোহনবাগানীদের শুভেচ্ছা জানালেন তিরি

সপ্তাহের শেষ দিনেই নয়া রেকর্ড সৃষ্টি করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শক্তিশালী ওডিশা এফসি‌কে নিজেদের ঘরের মাঠে পরাজিত করে আইএসএলের শিল্ড ঘরে তুলেছে কলকাতা…

Tiri is returning to TK Mohun Bagan

সপ্তাহের শেষ দিনেই নয়া রেকর্ড সৃষ্টি করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শক্তিশালী ওডিশা এফসি‌কে নিজেদের ঘরের মাঠে পরাজিত করে আইএসএলের শিল্ড ঘরে তুলেছে কলকাতা ময়দানের এই প্রধান। বর্তমানে সেই নিয়েই মাতোয়ারা আপামর বাগান জনতা। যারফলে এই নিয়ে টানা দুইবার এই খেতাব ঘরে তুলল সবুজ-মেরুন ব্রিগেড। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে এই শিরোপা পেল মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এবার এই ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরিকল্পনা রয়েছে শুভাশিস বসুদের।

বাগানের এমন অভূতপূর্ব সাফল্যে যথেষ্ট খুশি জোসে লুইস এস্পিনোসা অ্যারোয়া। ফুটবল মহলে তিরি হিসেবেই পরিচিত এই স্প্যানিশ ফুটবলার। বর্তমানে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির হয়ে রক্ষণভাগ সামাল দিয়ে আসছেন এই ফুটবলার। ইতিমধ্যেই খেলে ফেলেছেন এগারোটির ও বেশি ম্যাচ। তারমধ্যে একটি গোল করার পাশাপাশি দুইটি গোল কন্ট্রিবিউশন ও রয়েছে এই সেন্টার ব্যাকের। একটা সময় জামশেদপুর এফসির হয়ে প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছিলেন এই ফুটবলার। তবে পরবর্তীতে জামশেদপুর এফসি থেকে মোহনবাগান সুপার জায়ান্টে যোগদান করেছিলেনএই স্প্যানিশ তারকা। টানা দুইটি মরসুমে মোহনবাগানের জার্সিতে নিজের জাত চিনিয়ে ছিলেন তিরি।

   

স্বাভাবিকভাবেই বাগান ফুটবলারদের কাছে যথেষ্ট প্রিয় হয়ে উঠেছিলেন এই তারকা। গত মরসুমে মুম্বাই সিটি এফসির জার্সিতে নিজের প্রাক্তন ক্লাবের বিপক্ষে আইএসএল জয় করলেও বাগানের প্রতি ভালোবাসা এখনও রয়ে গিয়েছে তিরির। স্বাভাবিকভাবেই সবুজ-মেরুনের এই সুদিনে যথেষ্ট খুশি এই হাইপ্রোফাইল ফুটবলার। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে মেরিনার্সদের উদ্দেশ্য একটি পোস্ট করেন তিনি। যেখানে লেখা রয়েছে, ” আমার সকল মোহনবাগানী বন্ধুদের অনেক অনেক অভিনন্দন। যোগ্য দল হিসেবেই আবার সাফল্য এসেছে।”

তাঁর এমন পোস্ট নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। আগামী ১লা মার্চ মুম্বাই এরিনাতে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই সিটি এফসি। এখন সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের।