Joseba Beitia: ভারতে ফেরার ইঙ্গিত মোহনবাগানের প্রাক্তন বিদেশির

Joseba Beitia

ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে চাঞ্চল্য ছড়ালেন মোহনবাগানের ( Mohun Bagan ) প্রাক্তন বিদেশি ফুটবলার। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জল্পনা উস্কে দিয়েছেন। মনে করা হচ্ছে তিনি ফের হয়তো ভারতীয় কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন।

সম্প্রতি অতীতে মোহনবাগান ক্লাবের হয়ে খেলে জায়গা অন্যতম সেরা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম হোসেবা বেইতিয়া। মোহনবাগানের হয়ে ২০১৯-২০ মরসুমে জিতেছিলেন আই লীগ। এরপর খেলেছেন ভারতের একাধিক ক্লাবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে জল্পনা বাড়িয়েছেন সৃজনশীল এই মিডফিল্ডার।

   

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি অ্যাড করেছেন হোসেবা বেইতিয়া (Joseba Beitia)। স্টোরিতে শুধু দুটো ইমোজি। একটি বালি ঘড়ি ও অন্যটি ভারতের জাতীয় পতাকা। বালি ঘড়ি ও ভারতের জাতীয় পতাকা দিয়ে কী বোঝাতে চাইছেন তিনি, আবারও কি ভারতে শুরু করতে চলেছেন নতুন ইনিংস? অনেকের মনে উঁকি দিতে শুরু করেছে এই প্রশ্ন।

মোহনবাগানের হয়ে খেলার পর হোসেবা বেইতিয়া যোগ দিয়েছিলেন রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে। পরপর দুটি মরসুম ছিলেন সেখানে। এরপর যোগ দেন রাজস্থান ইউনাইটেডে। রাজস্থান ইউনাইটেডে থেকে আসেন ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। এখানেই তিনি শেষ খেলেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন