Mumbai City FC: লিগ বিজয়ী দলে যেতে পারেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

Brandon Fernandes

দেশের প্রায় সব দলই নতুন করে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। খরচ হবে কয়েক কোটি টাকা। এরই মধ্যে ফ্রি ট্রান্সফারের সুযোগে বড় দাও মারল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। একটুর জন্য জিততে পারেনি লিগ শিল্ড। পরের মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ক্লাব। ইতিমধ্যে ভারতের এক নামী ফুটবলারকে মুম্বই সিটি এফসি নিশ্চিত করেছে বলে জানা যাচ্ছে।

   

ভারতীয় ফুটবলে অন্যতম ধারাবাহিক ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। ২৯ বছর বয়সী এই গোয়ানিজ মিডফিল্ডার দেশের একাধিক নামকরা ক্লাবে খেলছেন। মোহনবাগানের হয়েও কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। মোহনবাগানে এসেছিলেন মুম্বই সিটি থেকে লোনে। এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন ২০১৭ সাল থেকে। এই ক্লাবের হয়ে একশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

এফসি গোয়ার সঙ্গে ব্র্যান্ডন ফার্নান্ডেজের সম্পর্ক ছিন্ন হওয়ার পথে বলে আগেই জানা গিয়েছিল। ক্লাবের সঙ্গে শেষ হচ্ছিল চুক্তির মেয়াদ। এই সুযোগে মুম্বই সিটি এফসি তাঁকে ফ্রি ট্রান্সফারে দলে নিশ্চিত করেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এফসি গোয়ার হয়ে সুপার কাপ, ডুরান্ড কাপ আইএসএল প্রিমিয়ার্স জিতেছেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন