মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে বিদায় জানাল বেঙ্গালুরু

এই সিজনের আইএসএলে অনবদ্য পারফরম্যান্স করার ভাবনা থাকলেও তা হয়ে ওঠেনি। তাই শুরু থেকেই অনেকটা পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাছাড়া এই সিজনে একাধিক…

Former Mohun Bagan Footballer Slavko Damjanovic

এই সিজনের আইএসএলে অনবদ্য পারফরম্যান্স করার ভাবনা থাকলেও তা হয়ে ওঠেনি। তাই শুরু থেকেই অনেকটা পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাছাড়া এই সিজনে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার দরুণ প্রায় অধিকাংশ সময় জাতীয় শিবিরে থাকতে হয়েছে সুনীল ছেত্রীদের।

   

তবে পরবর্তীতে আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে থেকে এবারের অভিযান শেষ করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তবে সেই হতাশা কাটিয়ে অনেক আগে থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু এফসি।

আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসির দিকে বিশেষ নজর রয়েছে তাদের। ক্র্যাটকির দল থেকে পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি সহ মুম্বাই দলের অধিনায়ক রাহুল ভেকে ও নতুন সিজনে যুক্ত হতে চলেছে বেঙ্গালুরু শিবিরে। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করবে জারাগোজার ফুটবল দলকে‌। এই সিজনে চোট আঘাতের মতো যথেষ্ট ভুগিয়েছে দলকে। সেই সবকিছু থেকে শিক্ষা নিয়েই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু। তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়। নিজেদের দলের একাধিক ফুটবলারকে রিলিজ করতে শুরু করেছে এই ফুটবল ক্লাব।

গতকাল তারা রিলিজ করেছে নিজেদের দুই বিদেশি ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন দানিশ সেন্টার ফরোয়ার্ড ওলিভার ড্রস্ট এবং দাপুটে বিদেশি সেন্টার ব্যাক স্লাভকো ডামজানোভিচ। উল্লেখ্য, গত সিজেনে সবুজ-মেরুন জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এবার তাকে দলে রাখেনি মোহনবাগান।

যারফলে, পরবর্তীতে তিনি যোগদান করেন বেঙ্গালুরু এফসিতে। এই দলের জার্সিতে ১৬ টি ম্যাচ খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি এই বিদেশী ফুটবলার। সেজন্য এবার তাকে ছাড়ার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকেই জানানো হয় সেই কথা।