Sumit Rathi joins Thrissur: ত্রিসূর ম্যাজিক এফসিতে যোগদান করলেন বাগানের এই প্রাক্তন ডিফেন্ডার

একটা সময় কলকাতা ময়দানে যথেষ্ট পরিচিতি হয়ে উঠেছিলেন সুমিত রাঠি (Sumit Rathi)। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের ক্ষেত্রে ও নিজেকে মেলে…

Mohun Bagan footballer Sumit Rathi

একটা সময় কলকাতা ময়দানে যথেষ্ট পরিচিতি হয়ে উঠেছিলেন সুমিত রাঠি (Sumit Rathi)। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের ক্ষেত্রে ও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন কয়েকবার। তবে পরবর্তীতে অধিক ম্যাচ টাইমের আশায় কলকাতা ময়দানের এই প্রধান ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। পরবর্তীতে দীর্ঘমেয়াদি চুক্তিতে তাঁকে দলে টেনে নিয়েছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু শেষ সিজনে খুব একটা সুযোগ পাননি এই ভারতীয় ফুটবলার। জন আব্রাহামের এই ফুটবল ক্লাবের হয়ে খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ।

Also Read | সুপার সিক্সে দাপুটে লড়াই ইস্টবেঙ্গলের, সুরুচিকে গোলের মালা ডায়মন্ডের

   

গত কলিঙ্গ সুপার কাপে দলের স্কোয়াডে থাকলেও মাঠে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। সেই দিক নজরে রেখেই গত কয়েক সপ্তাহ আগে নিজের সোশ্যাল সাইট থেকে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন উত্তর প্রদেশের এই ফুটবলার। তবে নতুন সিজনে আদৌও কোথায় যোগদান করবেন সেটা তখনও স্পষ্ট ছিল না। মনে করা হচ্ছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো নতুন কোনও ফুটবল ক্লাবে যোগদান করার কথা জানিয়ে দেবেন সবুজ-মেরুনের এই প্রাক্তন ডিফেন্ডার। সেটাই হল এবার। অবশেষে তাঁর যোগদানের কথা জানিয়ে দিয়েছে কেরালার এই ফুটবল ক্লাব।

Mohun Bagan footballer Sumit Rathi

Advertisements

Also Read | যুবরাজের শিষ্যের ইতিহাস, আমিশাহিকে গুঁড়িয়ে এশিয়া কাপে ইতিহাস গড়ল ভারত

পুরনো সমস্ত কিছু ভুলে এবার দক্ষিণের এই ফুটবল ক্লাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন এই তারকা। শেষ মরসুমে কেরালার ফুটবল লিগে আহামরি খুব একটা পারফরম্যান্স থাকেনি ত্রিসূর ফুটবল ক্লাবের। টেবিলের একেবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল তাঁদের মরসুম। কিন্তু এবার মহামেডান স্পোর্টিং ক্লাবের এই প্রাক্তন কোচের হাত ধরে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে দলের সকল ফুটবলারদের। উল্লেখ্য, গতকাল সকালে কেরালায় এসে পৌঁছে গিয়েছেন আইলিগ জয়ী কোচ আন্দ্রে চেরনিশভ। খুব শীঘ্রই দলের অনুশীলনে দেখা যেতে চলেছে তাঁকে।

নয়া মরসুমে সুমিত রাঠিদের পাশাপাশি আরও একাধিক দাপুটে ফুটবলার যোগদান করেছেন এই ফুটবল ক্লাবে। তাঁদের নিয়েই এবার সাফল্য পাওয়ার লক্ষ্য ম্যানেজমেন্টের। সাধু সাফল্যের সরণিতে দল আসে কিনা এখন সেটাই দেখার।