Inter Kashi FC: ইন্টার কাশীতে যোগ দিতে পারেন বাগানের এই প্রাক্তন ডিফেন্ডার

গতবছর থেকেই আইলিগে যুক্ত হয়েছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। ভারতীয় ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিদেশি ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই ফুটবল ক্লাব। যেখানে…

Deepak Devrani

গতবছর থেকেই আইলিগে যুক্ত হয়েছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। ভারতীয় ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিদেশি ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই ফুটবল ক্লাব। যেখানে আইএসএল খেলা একাধিক দেশী ও বিদেশি ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। বহু প্রত্যাশা নিয়ে আইলিগ অভিযান শুরু করলেও আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছিল এই নয়া ফুটবল ক্লাব।

   

একটা সময় পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে জয় পেতে থাকে ইন্টার কাশী। তাই মরশুম শেষে লিগ টেবিলের চার নম্বরে শেষ করে এই‌ ক্লাব। কিন্তু আসন্ন ফুটবল মরশুমে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য দলের। সেজন্য, নতুন করে সাজানো হচ্ছে গোটা দলকে। কিছুদিন আগেই তারা বিদায় জানিয়েছে দলের কোচদের। অর্থাৎ এবার নতুন কোচ আসতে চলেছে আই লিগের ক্লাবে।

আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে নয়া কোচের নাম। পাশাপাশি ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে ম্যানেজমেন্ট। উঠে আসতে শুরু করেছে একাধিক ফুটবলারের নাম। পাশাপাশি নিজেদের পুরোনো কিছু ফুটবলারদের ও ফেরানোর পরিকল্পনা রয়েছে ক্লাবের। এক্ষেত্রে প্রবলভাবে উঠৈ আসতে শুরু করেছে দীপক দেবরানির নাম।

আগের সিজনে লোনের মাধ্যমে তিনি যোগদান করেছিলেন পাঞ্জাব এফসিতে‌। কলিঙ্গ সুপার কাপ ছাড়া সেভাবে সুযোগ পাননি এই ভারতীয় ফুটবলার। গত মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে আইএসএলের ফুটবল ক্লাবের। যতদূর খবর, নয়া মরশুমে ইন্টার কাশীতেই ফিরতে চলেছেন তিনি।

একটা সময় কলকাতা খেলেছিলেন, কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগানে। পরবর্তীতে মিনার্ভা পাঞ্জাব থেকে শুরু করে গোকুলাম কেরালা, ট্রাউ এফসি সহ চেন্নাইয়িন এফসির মতো শক্তিশালী ফুটবল ক্লাবে ও খেলেছেন দীপক দেবরানি। নতুন মরশুমে আবার আই লিগে ফিরতে পারেন রক্ষণভাগের এই ফুটবলার।