মেলবোর্ন সিটির এই প্রাক্তন ফুটবলার আসবেন মুম্বাইয়ে?

    আসন্ন ফুটবল মরসুমে একাধিক বদল আসতে চলেছে মুম্বাই সিটি এফসিতে (Mumbai City FC)। কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশ মেনেই একাধিক তরুণ ফুটবলারদের দলে টেনেছে গতবারের…

Melbourne City Footballer Nuno Reis

short-samachar

   

আসন্ন ফুটবল মরসুমে একাধিক বদল আসতে চলেছে মুম্বাই সিটি এফসিতে (Mumbai City FC)। কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশ মেনেই একাধিক তরুণ ফুটবলারদের দলে টেনেছে গতবারের আইএসএল জয়ীরা। তবে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে সিটি ম্যানেজমেন্ট। গত কয়েক মাসে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের সই করিয়েছে এই ফুটবল ক্লাব।

এবার তাদের নজর গিয়ে পড়েছে মেলবোর্ন সিটির প্রাক্তন ফুটবলার নুনো রেইসের (Nuno Reis) দিকে। গত বছর ‘এ লিগে’ এই দলের জার্সিতে বহু ম্যাচ খেলেছিলেন তিনি। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি একটি গোল ও এসেছিল তাঁর পা থেকে। কিন্তু মরসুম শেষে রেইসের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি অস্ট্রেলিয়ার এই দল।

শোনা গিয়েছে, আসন্ন আইএসএল মরসুমের জন্য এবার তাঁকেই নাকি ভারতে আনতে চাইছে সিটি ম্যানেজমেন্ট। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। একটা সময় পর্তুগালের সিপি ইয়ুথ থেকে উঠে এসেছিলেন নুনো রেইস। বেশ কয়েক বছর দেশের বিভিন্ন ক্লাবে খেলার পর ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের হয়ে রক্ষণভাগ সামাল দিয়েছেন তিনি।

শেষ মরসুমে বুলগেরিয়ান লিগ থেকে চলে আসেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে। যতদূর শোনা যাচ্ছে, এবার তাঁকে ভারতে পাঠাতে চাইছে সিটি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে মুম্বাইয়ের রক্ষণভাগকে।