ইন্দোনেশিয়ার ক্লাবে কেরালার এই প্রাক্তন উইঙ্গার

   নতুন ফুটবল মরশুমের জন্য সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইভান জামানার অবসানের পর এবার এই কোচের উপরেই…

Kerala Blasters Winger Daisuke Sakai
  

নতুন ফুটবল মরশুমের জন্য সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইভান জামানার অবসানের পর এবার এই কোচের উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। সেজন্য তার নির্দেশ মেনেই খেলোয়াড় চূড়ান্ত করার কাজ শুরু করে এই ফুটবল ক্লাব। আদ্রিয়ান লুনা সহ দলের কয়েকজন পুরোনো ফুটবলারদের রাখা হয়েছে নতুন সিজনের জন্য। তাছাড়া এবার নতুন করে সেজে উঠছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই সেখানে স্থান পাননি জাপানি ফুটবলার ডাইসুকে সাকাই। গত মরশুমে কেরালার জার্সিতে আহামরি পারফরম্যান্স থাকেনি এই ফুটবলারের।

সবকিছু মিলিয়ে মাত্র চারটি গোল কান্ট্রিবিউশন ছিল এই তারকার। তাই পরবর্তীতে তার সঙ্গে আর চুক্তি বাড়াতে রাজি হয়নি কেরালা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কোথায় খেলবেন এই তারকা ফুটবলার? একটা সময় আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবের তরফ থেকে তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করা হলেও শেষ পর্যন্ত কোন কিছুই জানা যায়নি।

   

বর্তমানে যা খবর, আইএসএলের গন্ডি টপকে এবার ইন্দোনেশিয়ার ফুটবল লিগে খেলতে চলেছেন ডাইসুকে সাকাই (Daisuke Sakai)। সম্ভবত পিএসএম মাকাসারে যোগ দিতে চলেছেন এই জাপানি উইঙ্গার। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রথম ডিভিশনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই ফুটবল ক্লাব।

এখনও পর্যন্ত সরকারিভাবে কোন কিছু ঘোষণা না হলেও মনে করা হচ্ছে আগত ফুটবল মরশুমে এই ক্লাবের জার্সিতেই খেলতে দেখা যাবে কেরালার এই প্রাক্তন ফুটবলারকে। অন্যদিকে, সোম কুমার থেকে শুরু করে লালথানমাওইয়া সহ আরো একাধিক দাপুটের ফুটবলারদের কেরালার দেখা যেতে চলেছে আসন্ন মরশুমে।